Ads

Today’s Current Affairs – 7 April 2025 | Daily MCQ & GK Update

Today’s Current Affairs – 7 April 2025 | Daily MCQ & GK Update

Stay updated with the latest Current Affairs – a crucial part of your preparation for all State Government and Central Government Jobs. Whether you're aiming for WBCS, SSC, PSC, UPSC, Railways, or Banking exams, current affairs help boost your general awareness and improve your chances in competitive exams
Today’s Current Affairs – 7 April 2025 | Daily MCQ & GK Update



Visit westbengaljob.in daily to get your Daily Bengali Current Affairs MCQ & GK Updates and stay one step ahead in your job preparation journey.




Today’s Current Affairs – 7 April 2025 | Daily MCQ & GK Update : 


উত্তর গুলো নিচে দেওয়া হলো

1. সম্প্রতি কাকে শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করা হয়েছে?

A. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

B. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

C. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

D. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং


2. ২০২৪-২৫ অর্থবছরে কোন রাজ্য ভারতে সর্বোচ্চ আর্থিক প্রবৃদ্ধি হার অর্জন করেছে?

A. কেরালা

B. মহারাষ্ট্র

C. কর্ণাটক

D. তামিলনাড়ু


3. সম্প্রতি তামিলনাড়ুর কোন জেলায় সোমগিরি পাহাড়ে রাজারাজা চোলের সম্পর্কিত একটি নতুন শিলালিপি আবিষ্কৃত হয়েছে?

A. মাদুরাই

B. কোয়েম্বাটুর

C. তিরুপ্পুর

D. ইরোড


4. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাহায্যে নির্মিত দুটি রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কোন দেশে অংশগ্রহণ করেন?

A. ভুটান

B. থাইল্যান্ড

C. শ্রীলঙ্কা

D. বাংলাদেশ


5. কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম কোন রাজ্যের সুন্দরগড় জেলায় দুইদিনব্যাপী মেগা মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন?

A. ঝাড়খণ্ড

B. ওড়িশা

C. মধ্যপ্রদেশ

D. মিজোরাম


6. প্রধানমন্ত্রী মোদী কোথায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন?

A. কলম্বো

B. নয়াদিল্লি

C. নিউ ইয়র্ক

D. ব্যাংকক


7. এসসি, এসটি এবং মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নে শুরু হওয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রোগ্রাম সম্প্রতি কত বছর পূর্ণ করেছে?

A. ৫ বছর

B. ৭ বছর

C. ৯ বছর

D. ১১ বছর


8. সম্প্রতি দিল্লি ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ বাস্তবায়নকারী কততম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে?

A. ৩১তম

B. ৩৩তম

C. ৩৫তম

D. ৩৮তম


9. আয়ুষ্মান ভারতের কারণে ২০১৪ সালে স্বাস্থ্যখাতে ব্যক্তিগত ব্যয় ৬২% থেকে কত শতাংশে নেমে এসেছে?

A. ৫২%

B. ৪২%

C. ৩৮%

D. ৩৫%


10. সম্প্রতি ভারত সরকার “ভারতে নারী ও পুরুষ ২০২৪: নির্বাচিত সূচক ও তথ্য” শীর্ষক প্রতিবেদনটির কততম সংস্করণ প্রকাশ করেছে?

A. ১৬তম

B. ২৬তম

C. ৩৬তম

D. ৪৬তম


11. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭-১০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত কোন দুটি দেশে রাষ্ট্রীয় সফরে যাবেন?

A. ইউক্রেন

B. বুলগেরিয়া

C. রোমানিয়া

D. স্লোভাকিয়া


12. সম্প্রতি কোন সংস্থা “জীবন্ত গ্রাম কর্মসূচি-II (VVP-II)” ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ পর্যন্ত অনুমোদন করেছে?

A. রাষ্ট্রপতি

B. সংসদ

C. মন্ত্রিসভা

D. নীতি আয়োগ


13. একটি প্রতিবেদনে বলা হয়েছে, নবায়নযোগ্য শক্তির বিকাশ সত্ত্বেও ২০৪৭ সালে ভারতে কয়লা-ভিত্তিক তাপবিদ্যুতের হার কত শতাংশ থাকবে?

A. ১৭%

B. ২৭%

C. ৩৭%

D. ৪৭%


14. সম্প্রতি DRDO এবং ______ একযোগে ওড়িশা থেকে MRSAM-এর চারটি সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে।

A. ভারতীয় সেনা

B. ভারতীয় নৌবাহিনী

C. ভারতীয় বিমানবাহিনী

D. উপরোক্ত কোনো নয়


15. সম্প্রতি BIMSTEC-এর পরবর্তী সভাপতিত্ব সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে?

A. ভারত

B. মায়ানমার

C. বাংলাদেশ

D. শ্রীলঙ্কা



---


🎯Today’s Static Gk : স্ট্যাটিক জিকে MCQ


16. ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. জওহরলাল নেহরু

C. বল্লভভাই প্যাটেল

D. ডঃ ভীমরাও আম্বেদকর


17. স্বাধীনতা আন্দোলনের কোন নেতাকে "লোকনায়ক" বলা হয়?

A. মহাত্মা গান্ধী

B. সুভাষচন্দ্র বসু

C. জয়প্রকাশ নারায়ণ

D. ভগত সিং


18. রাজ্যসভার পদাধিকারবলে সভাপতি কত বছরের জন্য নিযুক্ত থাকেন?

A. ৩ বছর

B. ৫ বছর

C. ৬ বছর

D. ৭ বছর


19. ভারতের জাতীয় ফুল কী?

A. গোলাপm

B. পদ্ম

C. সূর্যমুখী

D. চামেলি


20. ভারতে সর্বশেষ জাতীয় জরুরি অবস্থা কবে জারি করা হয়েছিল?

A. ১৯৫২

B. ১৯৬২

C. ১৯৭৫

D. ১৯৮০



---

উত্তর সূচি (Answer Key):

1.B | 2.D | 3.A | 4.C | 5.B

6.A | 7.C | 8.C | 9.C | 10.B

11.D | 12.C | 13.C | 14.A | 15.C

16.A | 17.C | 18.B | 19.B | 20.C

6.A | 7.C | 8.C | 9.C | 10.B

11.D | 12.C | 13.C | 14.A | 15.C

16.A | 17.C | 18.B | 19.B | 20.C





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ