WBPSC Miscellaneous Syllabus 2025, Exam Pattern for Prelims & Mains
WBPSC Miscellaneous Exam 2025
এই পরীক্ষাটি হবে মূলত তিনটি
ধাপে যথা প্রিলিমিনারী, মেইনস
এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রিলিমিনারী
পরীক্ষার প্রাপ্ত নম্বর মেইনস পরীক্ষার সাথে যোগ হবে
না। এটি কেবল মাত্র
ছাত্রছাত্রীদের মেইনস পরীক্ষায় বসার অনুমতি দেবে। WBPSC Miscellaneous Exam এর
Mains এবং Interview তে প্রাপ্ত নম্বর
এর ভিত্তিতে নির্ধারণ হবে আপনি চাকরি
পাবেন কি না।
WBPSC Miscellaneous |
পরীক্ষার
ধরণ |
পরীক্ষার
নাম |
Miscellaneous Services Recruitment Examination |
পরীক্ষার
ধাপ |
প্রিলিমিনারী,
মেইনস এবং ইন্টারভিউ |
পরীক্ষার
নম্বর |
|
Post Name (পদ) |
Assistant Child Development Project Officer, |
Official Website |
WBPSC Miscellaneous 2025 Exam Pattern (প্রিলিমিনারী)
এই সরকারি চাকরি পরীক্ষা মূলত তিনটি ধাপে
হবে যথা প্রিলিমিনারী, মেইনস
এবং ইন্টারভিউ। প্রিলিমিনারী পরীক্ষায় ২ নম্বর এর
মোট ১০০টি প্রশ্ন থাকবে সব মিলিয়ে ২০০
নম্বরের। যার মধ্যে জেনারেল
নলেজ বা GS থাকবে ৭৫ টি প্রশ্ন
এবং পাটিগণিত বা Arithmetic থাকবে ২৫ টি প্রশ্নের।
WBPSC Miscellaneous Exam এর
Preliminary হবে একদিনেই একটি পেপার এর
মধ্যে, যার জন্যে দেওয়া
হবে ৯০ মিনিট।
পিএসসি
মিসলেনিয়াস পরীক্ষা (প্রিলিমিনারী) |
পরীক্ষার
বিবরণ |
বিষয় |
সাধারণ
জ্ঞান (General
Studies), |
মোট
প্রশ্ন |
75 টি
GS |
প্রত্যেকটি
প্রশ্নের মান |
2 |
মোট
নম্বর |
(150 + 50) = 200 |
সময় |
90 মিনিট |
WBPSC Miscellaneous 2025 Syllabus (Preliminary)
এই পরীক্ষার প্রিলিমিনারী অর্থাৎ প্রথম ধাপে মোট দুটি
বিষয় এর ওপর পরীক্ষা
নেওয়া হয় MCQ আকারে। যথা জেনারেল স্টাডিস
বা GS এবং পাটিগণিত বা
Arithmetic. প্রিলিমিনারী
পরীক্ষাতে তে শুধু GS মানে
কেবল একটি দুটি বই
পরে উদ্ধার হওয়া স্বপ্ন দেখলে
ভুল করা হবে। কারণ
এর মধ্যে অনেক বিষয় লুকিয়ে
আছে। তার সাথে আর
একটি জিনিস মনে রাখতে হবে
প্রিলিমিনারী তে যা সিলেবাস সেটা কিন্তু মেইন
পরীক্ষাতেও রয়েছে। তাই খুঁটিয়ে পড়াটাই
বুদ্ধিমানের কাজ হবে।
বিষয় |
সিলেবাস |
জেনারেল
স্টাডিস (GS) |
Sports (খেলা), |
এরিথমেটিক |
Problems on Ages (বয়সের
সমস্যা), |
WBPSC Miscellaneous Mains Exam Pattern
পিএসসি
মিসলেনিয়াস পরীক্ষা (মেইনস) |
পরীক্ষার
বিবরণ |
বিষয় |
1.ইংরেজি, |
প্রতি
পেপারের নম্বর |
150 |
মোট
নম্বর |
450 |
ইংরেজি |
মোট
নম্বর 150 |
দ্বিতীয়
ভাষা |
মোট
নম্বর 150 |
জেনারেল
স্টাডিস এবং এরিথমেটিক |
মোট
নম্বর (100+50) |
WBPSC Miscellaneous Syllabus (Mains)
বিষয় |
সিলেবাস |
ইংরাজি |
Drafting of a report from points or materials supplied (সরবরাহকৃত পয়েন্ট বা উপাদান থেকে
প্রতিবেদন তৈরি), |
দ্বিতীয়
ভাষা (বাংলা/নেপালি/উর্দু/হিন্দি/সাঁওতালি) |
Translation from English to
Bengali/Hindi/Urdu/Nepali/Santali (ইংরেজি
থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি-তে অনুবাদ), |
WBPSC Miscellaneous Exam Interview/Personality Test
যেমনটা
এর আগে বললাম, এই
পরীক্ষার একদম সর্বশেষ বা
অন্তিম ধাপ হলো ইন্টারভিউ।
যেসকল পরীক্ষার্থী প্রিলিমিনারী এবং মেইনস এ
সফল হবে তারা ইন্টারভিউ
দেবার জন্য যোগ্য ধরে
নেওয়া হবে। WBPSC Miscellaneous
Exam এর Interview তে থাকবে মোট
১০০ নম্বর। মনে রাখার বিষয়
প্রিলিমিনারী তে প্রাপ্ত নম্বর
মেরিট লিস্টে যোগ হবে না।
কিন্তু মেইন পরীক্ষা এবং
ইন্টারভিউ অর্থাৎ ৪৫০ এবং ১০০
নম্বর এর মধ্যে প্রাপ্ত
নম্বর যোগ করে নির্ধারণ
করা হবে করা শেষমেশ
চাকরি পাচ্ছে।
সকল
পরীক্ষার্থী কে অসংখ্য শুভেচ্ছা।
সবাই পরীক্ষায় সফল হয়ে চাকরি
করে নিজের বাবা মা এর
মুখে হাসি ফোটাও। আর
যদি কেও পরীক্ষা দিয়ে
পাশ না করতে পারো
বা চাকরি পাওয়া থেকে বাদ পরে
যায় তবে পরের বারের
জন্যে প্রস্তুতি নিতে শুরু করে
দাও। আমি বিশ্বাস করি
লেগে থাকলে সফলতা আসবেই। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ