Ads

WBPSC Miscellaneous Syllabus 2025, Exam Pattern for Prelims & Mains

WBPSC Miscellaneous Syllabus 2025, Exam Pattern for Prelims & Mains



WBPSC Miscellaneous Syllabus 2025


WBPSC Miscellaneous Exam 2025

এই পরীক্ষাটি হবে মূলত তিনটি ধাপে যথা প্রিলিমিনারী, মেইনস এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রিলিমিনারী পরীক্ষার প্রাপ্ত নম্বর মেইনস পরীক্ষার সাথে যোগ হবে না। এটি কেবল মাত্র ছাত্রছাত্রীদের মেইনস পরীক্ষায় বসার অনুমতি দেবে।  WBPSC Miscellaneous Exam এর Mains এবং Interview তে প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে নির্ধারণ হবে আপনি চাকরি পাবেন কি না।

WBPSC Miscellaneous

পরীক্ষার ধরণ

পরীক্ষার নাম

Miscellaneous Services Recruitment Examination

পরীক্ষার ধাপ

প্রিলিমিনারী, মেইনস এবং ইন্টারভিউ

পরীক্ষার নম্বর

  • প্রিলিমিনারী 100,
  • মেইনস 400,
  • ইন্টারভিউ 100

Post Name (পদ)

Assistant Child Development Project Officer,

Disaster Management Officer/
Block Disaster Management Officer,

Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer,

Block Welfare Officer/Welfare Officer,

ইত্যাদি

Official Website

https://psc.wb.gov.in/


WBPSC Miscellaneous 2025 Exam Pattern (প্রিলিমিনারী)

এই সরকারি চাকরি পরীক্ষা মূলত তিনটি ধাপে হবে যথা প্রিলিমিনারী, মেইনস এবং ইন্টারভিউ। প্রিলিমিনারী পরীক্ষায় ২ নম্বর এর মোট ১০০টি প্রশ্ন থাকবে সব মিলিয়ে ২০০ নম্বরের। যার মধ্যে জেনারেল নলেজ বা GS থাকবে ৭৫ টি প্রশ্ন এবং পাটিগণিত বা Arithmetic থাকবে ২৫ টি প্রশ্নের। WBPSC Miscellaneous Exam এর Preliminary হবে একদিনেই একটি পেপার এর মধ্যে, যার জন্যে দেওয়া হবে ৯০ মিনিট।

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা (প্রিলিমিনারী)

পরীক্ষার বিবরণ

বিষয়

সাধারণ জ্ঞান (General Studies),
পাটিগণিত (Arithmetic)

মোট প্রশ্ন

75 টি GS
25 টি Arithmetic

প্রত্যেকটি প্রশ্নের মান

2

মোট নম্বর

(150 + 50) = 200

সময়

90 মিনিট


WBPSC Miscellaneous  2025 Syllabus (Preliminary)

এই পরীক্ষার প্রিলিমিনারী অর্থাৎ প্রথম ধাপে মোট দুটি বিষয় এর ওপর পরীক্ষা নেওয়া হয় MCQ আকারে। যথা জেনারেল স্টাডিস বা GS এবং পাটিগণিত বা Arithmetic. প্রিলিমিনারী পরীক্ষাতে তে শুধু GS মানে কেবল একটি দুটি বই পরে উদ্ধার হওয়া স্বপ্ন দেখলে ভুল করা হবে। কারণ এর মধ্যে অনেক বিষয় লুকিয়ে আছে। তার সাথে আর একটি জিনিস মনে রাখতে হবে প্রিলিমিনারী তে যা সিলেবাস সেটা কিন্তু মেইন পরীক্ষাতেও রয়েছে। তাই খুঁটিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

বিষয়

সিলেবাস

জেনারেল স্টাডিস (GS)

Sports (খেলা),

Countries & Currencies (দেশ ও মুদ্রা),

Current Events (বর্তমান ঘটনা),

History (ইতিহাস),

Economic Scene (অর্থনৈতিক দৃশ্য),

Geography (ভূগোল),

Scientific Research (বৈজ্ঞানিক গবেষণা),

Art & Culture (শিল্প ও সংস্কৃতি),

National & International Affairs (জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি),

Daily News (দৈনিক সংবাদ),

General Polity including the Indian Constitution (সাধারণ রাজনীতি, যার মধ্যে রয়েছে ভারতীয় সংবিধান),

Countries and Capitals (দেশ ও রাজধানী),

States & Capitals (রাজ্য ও রাজধানী),

Famous Personalities (বিখ্যাত ব্যক্তিত্ব),

Current GK (বর্তমান সাধারণ জ্ঞান).

এরিথমেটিক

Problems on Ages (বয়সের সমস্যা),

Profit and Loss (লাভ এবং ক্ষতি),

Percentages (শতকরা),

Time and Distance (সময় এবং দূরত্ব),

Boats and Streams (নৌকা এবং প্রবাহ),

Number Systems (সংখ্যা পদ্ধতি),

Average (গড়),

Ratio and Proportion (অনুপাত এবং সমানুপাত),

Data Interpretation (সংখ্যাতত্ব),

H.C.F. and L.C.M (গ.সা.গু এবং ল.সা.গু),

Pipes and Cisterns (নল এবং জলাধার),

Simple & Compound Interest (সরল ও চক্রবৃদ্ধি সুদ),

Discounts (ছাড়),

Time and Work (সময় এবং কাজ).


WBPSC Miscellaneous Mains Exam Pattern


পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা (মেইনস)

পরীক্ষার বিবরণ

বিষয়

1.ইংরেজি,

2.দ্বিতীয় ভাষা (Bengal/Hindi/Urdu/Nepali/Santhali),

3.সাধারণ জ্ঞান (General Studies).

প্রতি পেপারের নম্বর

150

মোট নম্বর

450

ইংরেজি

মোট নম্বর 150
সময় 90 মিনিট

দ্বিতীয় ভাষা

মোট নম্বর 150
সময় 90 মিনিট

জেনারেল স্টাডিস এবং এরিথমেটিক

মোট নম্বর (100+50)
সময় 150 মিনিট

WBPSC Miscellaneous Syllabus (Mains)


বিষয়

সিলেবাস

ইংরাজি

Drafting of a report from points or materials supplied (সরবরাহকৃত পয়েন্ট বা উপাদান থেকে প্রতিবেদন তৈরি),

Correct use of words (সঠিক শব্দ ব্যবহার),

Condensing of a Prose Passage (Summary/Precis) (একটি গদ্যকে ছোট আকারে লেখা (সংক্ষেপণ/প্রিসিস)),

Correction of Sentences (বাক্য সংশোধন),

Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali, as the case may be, to English (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ),

Use of common Phrases (সাধারণ বাক্যাংশের ব্যবহার),

Synonyms and Antonyms (সমার্থক এবং বিপরীত শব্দ).

দ্বিতীয় ভাষা (বাংলা/নেপালি/উর্দু/হিন্দি/সাঁওতালি)

Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/Santali (ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি-তে অনুবাদ),

Grammar (ব্যাকরণ),

Drafting of a report from points or materials supplied (সরবরাহকৃত পয়েন্ট বা উপাদান থেকে প্রতিবেদন তৈরি),

Condensing of a prose passage (একটি গদ্যকে ছোট আকারে লেখা)

 

WBPSC Miscellaneous Exam Interview/Personality Test

যেমনটা এর আগে বললাম, এই পরীক্ষার একদম সর্বশেষ বা অন্তিম ধাপ হলো ইন্টারভিউ। যেসকল পরীক্ষার্থী প্রিলিমিনারী এবং মেইনস এ সফল হবে তারা ইন্টারভিউ দেবার জন্য যোগ্য ধরে নেওয়া হবে। WBPSC Miscellaneous Exam এর Interview তে থাকবে মোট ১০০ নম্বর। মনে রাখার বিষয় প্রিলিমিনারী তে প্রাপ্ত নম্বর মেরিট লিস্টে যোগ হবে না। কিন্তু মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ অর্থাৎ ৪৫০ এবং ১০০ নম্বর এর মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে নির্ধারণ করা হবে করা শেষমেশ চাকরি পাচ্ছে।

সকল পরীক্ষার্থী কে অসংখ্য শুভেচ্ছা। সবাই পরীক্ষায় সফল হয়ে চাকরি করে নিজের বাবা মা এর মুখে হাসি ফোটাও। আর যদি কেও পরীক্ষা দিয়ে পাশ না করতে পারো বা চাকরি পাওয়া থেকে বাদ পরে যায় তবে পরের বারের জন্যে প্রস্তুতি নিতে শুরু করে দাও। আমি বিশ্বাস করি লেগে থাকলে সফলতা আসবেই। ধন্যবাদ।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ