WBP Practice Set 2 pdf -ভারতের 42 টি গবেষণাগার ও তাদের অবস্থান
আজ ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDFটি আমরা আজ শেয়ার করছি, যেটিতে ভারতের প্রায় সমস্ত ধরনের গবেষণা কেন্দ্রের নামের তালিকা বাংলায় উল্লেখিত আছে। জিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এটি। চাকরীর পরীক্ষাতে গবেষনাগার থেকে প্রশ্ন আসে; যেমন-ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
তাই নিচে ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF দেওয়া হলো ডাউনলোড করে নাও
1)কেন্দ্রীয় রোড রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - নিউ দিল্লি
2)কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার কোথায় অবস্থিত - দিল্লি
3)কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত - পুসা ( দিল্লি )
4)কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত - যাদবপুর ( পশ্চিমবঙ্গ )
5)কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার কোথায় অবস্থিত - দুর্গাপুর ( পশ্চিমবঙ্গ )
6)মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত - জুনপুট ( পশ্চিমবঙ্গ )
7)কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত - ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ )
8)কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত - কোলকাতা ( পশ্চিমবঙ্গ )
9)সারা ভারত ম্যালেরিয়া ইন্সটিটিউট কোথায় অবস্থিত - দিল্লি
10)কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত - নাগপুর
11)দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত - কারনার Haryana
12)কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত - কাসেরগড় ( কেরালা )
13)কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত - থুম্বা ( কেরালা )
14)কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত - মহীশূর
15)খনি গবেষণাগার কোথায় অবস্থিত - ধানবাদ ( ঝাড়খণ্ড )
16)কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কোথায় অবস্থিত - দিল্লি
17)ন্যাশানাল ফিজিকাল ল্যাবরেটরী কোথায় অবস্থিত - নতুন দিল্লি
18)সেন্ট্রাল পটেটো রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - সিমলা
19)ইন্ডিয়ান টেক্সটাইল ইন্সটিটিউট কোথায় অবস্থিত - কানপুর
20)কেন্দ্রীয় রাইস রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - কটক ( ওড়িশা )
21)চা , কফি গবেষণাগার কোথায় অবস্থিত - কাসারগড়
22)মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত - দেরাদূন , চন্ডীগড় , কোটা , আগ্রা , যোধপুর
23)জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার কোথায় অবস্থিত - ইজ্জয়িনী , হায়দ্রাবাদ
24)পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কোথায় অবস্থিত - হরিণঘাটা
25) হাই অল্টিচিউড রিসার্চ ল্যাবেরটরী কোথায় অবস্থিত - কাশ্মীরের গুলবার্গ
26)মৎস্য প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত - কেরালার এরনাকুলাম
27)কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত - কোয়েম্বাটুর ও লক্ষনৌ
28)কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - হায়দ্রাবাদ ( অন্ধ্রপ্রদেশ )
29)ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত - বেঙ্গালুরু
30)ন্যাশানাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - নাগপুর ( মহারাষ্ট্র )
31)জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত - চেন্নাই ( তামিলনাড়ু )
32)কেন্দ্রীয় চামড়া ইন্সটিটিউট কোথায় অবস্থিত - চেন্নাই
33)কেন্দ্রীয় সমূদ্র গবেষণাগার কোথায় অবস্থিত - পানাজী ( গোয়া )
34)পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত - দেরাদূন ( উত্তরাঞ্চল )
35)ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - নিউ দিল্লি
36)সেন্ট্রাল ফিসারি রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - ব্যারাকপুর
37)কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - রুরকি ( উত্তরাঞ্চল )
38)ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত - লক্ষনৌ ( ইউ পি )
39)ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুগার টেকনোলজী কোথায় অবস্থিত - কানপুর ( ইউ পি )
40)ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত - দেরাদূন
41)অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডক্যাল সায়েন্স কোথায় অবস্থিত - দিল্লি
42) বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত - পুনে
ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF : DOWNLOAD
0 মন্তব্যসমূহ