WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট 6
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
1. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
[A] 1911
[B] 1817
[C] 1854
[D] 1857
উত্তরঃ [D] 1857
2. “Poverty and unbritish Rule of India” গ্রন্থটির রচয়িতা কে?
[A] রমেশচন্দ্র দত্ত
[B] দাদাভাই নওরোজী
[C] এ.ও.হিউম
[D] অমর্ত্য সেন
উত্তরঃ [B] দাদাভাই নওরোজী
3. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল—
[A] গোদাবরী নদী
[B] কাবেরী নদী
[C] পেনগঙ্গা
[D] মহানদী
উত্তরঃ [A] গোদাবরী নদী
4. কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে?”
[A] মার্টিন লুথার কিং
[B] এম.কে.গান্ধী
[C] নেলসন ম্যান্ডেলা
[D] কার্ল মার্ক্স
উত্তরঃ [B] এম.কে.গান্ধী
5. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন—
[A] প্রধানমন্ত্রীর দ্বারা
[B] রাষ্ট্রপতির দ্বারা
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
[D] ক্যাবিনেট -এর দ্বারা
উত্তরঃ [B] রাষ্ট্রপতির দ্বারা
6. ভারত একটি—
[A] রাজ্যসমূহের সংঘ
[B] যুক্তরাষ্ট্র
[C] রাষ্ট্র সমবায়
[D] এককেন্দ্রিক
উত্তরঃ [A] রাজ্যসমূহের সংঘ
7. নিম্নলিখিতদের মধ্যে ‘আলাই দরওয়াজা’-র নির্মাতা কে?
[A] আলাউদ্দিন খিলজী
[B] আকবর
[C] মহম্মদ বিন তুঘলক
[D] জাহাঙ্গীর
উত্তরঃ [A] আলাউদ্দিন খিলজী
8. মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় ‘জাবতি’ বলতে বোঝায়—
[A] পরিমাপ
[B] প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ
[C] শস্য উৎপাদনের মোট পরিমাণ
[D] মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ
উত্তরঃ [B] প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ
9. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] রাজা রামমোহন রায়
[C] জে.এ.হিকি
[D] লর্ড উইলিয়াম বেন্টিং
উত্তরঃ [C] জে.এ.হিকি
10. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?
[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড কর্নওয়ালিস
[C] লর্ড ক্যানিং
[D] লর্ড ডালহৌসি
উত্তরঃ [D] লর্ড ডালহৌসি
0 মন্তব্যসমূহ