Ads

WBPSC Clerkship Practice Set 3 by Westbengaljob.in , WBPSC Clerkship Practice Set 03

WBPSC Clerkship  Practice Set 3 pdf  by Westbengaljob.in , WBPSC প্র্যাকটিস সেট



WBPSC Clerkship Practice Set 3 :  WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট (WBPSC Clerkship  Practice Set pdf ) গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন। 




 ভারতীয় সংবিধান




1. ভারতের সংবিধান কে রচনা করেন?
উ: ডঃ বি আর আম্বেদকর

 
2. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ড. সচ্চিদানন্দ সিনহা
 
3. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ
 
4. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
উ: ডঃ বি আর আম্বেদকর
 
5. সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা
 
6. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উ: 1949 সালের 26 নভেম্বর
 
7. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উ: 1950 সালের 26 জানুয়ারী ।
 
8. ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
উ: 104 বার
 
9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর
 
10. ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
উ: এম .এন.রায়
 


11. প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব
 
12. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
উ: 30 বছর
 
13. লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
উ: 25 বছর ।

 
14. রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
উ: কমপক্ষে 35 বছর
 
15. উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
উ: কমপক্ষে 35 বছর
 
16. অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
উ: 17 নম্বর ধারায়
 
17. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
উ: 65 বছর বয়সে
 
18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান
 
19. সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
উ: 32 নম্বর ধারা কে
 
20. সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা



21. সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: সোভিয়েত রাশিয়া ।

22. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: দক্ষিণ আফ্রিকা

23. সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আয়ারল্যান্ড

24. সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: ব্রিটেন

25. অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
উ: রাজ্যসভায়


WBPSC Clerkship Practice Set 3 pdf : Download







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ