ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 6 | WBPSC Food SI Practice Set 6
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
Food SI Practice Set 6
1) ‘অষ্টদিগ্গজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন—
[A] প্রথম দেবরায়
[B] দ্বিতীয় দেবরায়
[C] বীর নরসিংহ
[D] কৃষ্ণদেব রায়
উঃ কৃষ্ণদেব রায়
2) কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন?
[A] বাবর
[B] আকবর
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
উঃ বাবর
3) ‘নীলদর্পণ’ -এর রচয়িতা হলেন—
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] দীনবন্ধু মিত্র
[C] গিরিশচন্দ্র ঘোষ
[D] বিপিনচন্দ্র পাল
উঃ দীনবন্ধু মিত্র
4) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
[A] লর্ড মাউন্টব্যাটেন
[B] মহম্মদ আলী জিন্না
[C] সৈয়দ আমির আলী
[D] মহম্মদ শেখ আবদুল্লা
উঃ মহম্মদ আলী জিন্না
5) অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল—
[A] অমরাবতী
[B] সেকেন্দ্রাবাদ
[C] হায়দ্রাবাদ
[D] বিশাখাপত্তনম
উঃ অমরাবতী
[A] কাবেরী
[B] পেন্নার
[C] কৃষ্ণা
[D] গোদাবরী
উঃ গোদাবরী
7) নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ
[C] ওড়িশা
[D] অন্ধ্রপ্রদেশ
উঃ পশ্চিমবঙ্গ
8) পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ—
[A] গাজর
[B] আলু
[C] চীনেবাদাম
[D] শালগম
উঃ আলু
9) একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল—
[A] টালপা
[B] একিডনা
[C] টেরোপাস
[D] লেমুর
উঃ একিডনা
10) পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয়, তা হল—
[A] তামা
[B] প্লাটিনাম
[C] লোহা
[D] সিসা
উঃ সিসা
11) রাজ্যসভার চেয়ারম্যান হলেন—
[A] বিরোধী দলের নেতা
[B] রাষ্ট্রপরি মনোনীত সদস্য
[C] ভারতের উপ-রাষ্ট্রপতি
[D] উপ-রাষ্ট্রপতি
উঃ ভারতের উপ-রাষ্ট্রপতি
12) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল?
[A] 1930
[B] 1935
[C] 1947
[D] 1951
উঃ 1935
13) AGMARK নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত?
[A] শিল্প
[B] ভারতীয় রেল
[C] কৃষিদ্রব্য
[D] কৃষি সংক্রান্ত অর্থ
উঃ কৃষিদ্রব্য
14) কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ইউনাইটেড কিংডম
[C] কানাডা
[D] ফ্রান্স
উঃ কানাডা
15) ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয়?
[A] সেপ্টেম্বর 12
[B] সেপ্টেম্বর 14
[C] সেপ্টেম্বর 16
[D] সেপ্টেম্বর 20
উঃ সেপ্টেম্বর 16
0 মন্তব্যসমূহ