ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩ | WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট’ আপলোড করা হচ্ছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Food SI Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
Food SI Practice Set 3
1) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
[A] প্রতাপগড়
[B] মেহেরগড়
[C] কোয়েটা
[D] কালাটা
উঃ মেহেরগড়
2) ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?
[A] বোম্বে
[B] সুরাট
[C] সুতানুটি
[D] মাদ্রাজ
উঃ সুরাট
3) ‘গদর’ শব্দের অর্থ কি?
[A] বিপ্লব
[B] স্বাধীনতা
[C] স্বরাজ
[D] মুক্তি
উঃ বিপ্লব
4) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
[A] শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
[B] শিশির কুমার ঘোষ
[C] গিরিশচন্দ্র ঘোষ
[D] রবার্ট নাইট
উঃ শিশির কুমার ঘোষ
5) ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল—
[A] বিহার
[B] অন্ধ্রপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] তামিলনাড়ু
উঃ অন্ধ্রপ্রদেশ
6) কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত?
[A] কোটা
[B] কালপক্কম
[C] সুরাট
[D] মুম্বাই
উঃ সুরাট
7) গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
[A] বায়ুমণ্ডল
[B] ক্লোরোফিল
[C] মাটি
[D] আলো
উঃ মাটি
8) শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?
[A] শূন্যস্থানে
[B] গ্যাসে
[C] তরলে
[D] কঠিন পদার্থে
উঃ কঠিন পদার্থে
9) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন—
[A] মেরি কুরি
[B] আর্নেস্ট রাদারফোর্ড
[C] হেনরি বেকারেল
[D] এনরিকো ফার্মি
উঃ হেনরি বেকারেল
10) পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির ’আচার্য’ হলেন—
[A] রাজ্যের রাজ্যপাল
[B] রাজ্যের মুখ্যমন্ত্রী
[C] রাজ্যের শিক্ষামন্ত্রী
[D] কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
উঃ রাজ্যের রাজ্যপাল
11) ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান হল—
[A] ৬২ শতাংশ
[B] ৫০ শতাংশ
[C] ৪২ শতাংশ
[D] ২৩ শতাংশ
উঃ ৬২ শতাংশ
12) 2019 -এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘুমনাবর্ত হয়েছে তার নাম হল—
[A] Fani
[B] Bulbul
[C] Phinge
[D] Sumi
উঃ Bulbul
13) প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন—
[A] অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জি
[B] অধ্যাপক অমর্ত্য কুমার সেন
[C] অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও
[D] অধ্যাপক টি. এ ন শ্রীনিবাসন
উঃ অধ্যাপক অমর্ত্য কুমার সেন
14) বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন—
[A] অরুণ জেটলি
[B] নির্মলা সীতারামন
[C] পি. চিদাম্বরম
[D] প্রণব মুখার্জি
উঃ নির্মলা সীতারামন
15) পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়—
[A] ফার্মি
[B] অ্যাংস্ট্রম
[C] নিউটন
[D] টেসলা
উঃ ফার্মি
WBPSC Food SI Practice Set 2023
0 মন্তব্যসমূহ