Ads

মাধ্যমিক পাশে 30041 জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ | WB GDS Recruitment 2023

মাধ্যমিক পাশে 30041 জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ | WB GDS Recruitment 2023













পদের নামএখানে যে পথের কর্মী নিয়োগ করা হবে সেটি হল-  গ্রামীণ ডাক সেবক(GDS)

মোট শূন্যপদসব মিলিয়ে এখানে মোট ৩০,০৪১ টি শুন্য পদ রয়েছে।

 ক্যাটাগরি অনুযায়ী এখানে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে - ১৩৬১৮ টি, OBC- ৬০৫১ টি, SC- ৪১৩৮ টি, ST- ২৬৬৯ টি, EWS- ২৮৪৭ টি, PWD(A)- ১৯৫ টি, PWD(B)- ২২০ টি, PWD(C)- ২৩৩ টি, PWD(DE)- ৭০ টি।]

শিক্ষাগত যোগ্যতাএখানে চাকরির করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। এর সঙ্গে আপনাকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট দরকার।

বয়সআপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে  আপনি যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনএখানে চাকরি পেলে 12,300/- টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতিআপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করার সময় রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন ফরমটি পূরণ করতে হবে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন প্রেমেন্ট জমা করতে হবে এবং তাহলেই আবেদন হয়ে যাবে।

আবেদন মূল্যএখানে জেনারেল ওবিসি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে। SC/ST/PWD প্রার্থীদের আবেদন করতে কোন রকম টাকা দিতে হবে না।

আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজননিচের দেওয়া ডকুমেন্টগুলো আবেদন করার সময় আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে বা মোবাইল দিয়ে আপলোড করলে ফটো তুলে আপলোড দিতে হবে।


  • ·         মাধ্যমিকের এডমিট কার্ড
  • ·         মাধ্যমিকের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
  • ·         কম্পিউটার সার্টিফিকেট
  • ·         কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • ·         পাসপোর্ট সাইজের ফটোকপি
  • ·         সাদা কাগজে আপনার সিগনেচার


নিয়োগ প্রক্রিয়াএখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর মেরিট লিস্ট তৈরি হবে তার উপর ভিত্তি করে আপনার নিয়োগ হবে।



OFFICIAL NOTICE: CLICK HERE

 

Vacancy Details: CLICK HERE

 

OFFICIAL WEBSITE: CLICK HERE

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ