West Bengal Narayan Bhandar Scheme 2023নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার .
West Bengal Narayan Bhandar Scheme 2023
নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার – West Bengal Narayan Bhandar Scheme 2023 : রাজ্য জুড়ে চালু হতে চলেছে লক্ষীর ভান্ডারের চেয়েও বড়ো এক প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Bhandar Scheme)। এই নারায়ণ ভান্ডার প্রকল্পে মাধ্যমে প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর এবারে এই লক্ষীর ভান্ডার প্রকল্পেকে পাল্টা চাল দিতে লক্ষীর ভান্ডার প্রকল্পের ই অনুকরণে এক নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন এ রাজ্যেরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গত মঙ্গলবার হুগলী জেলায় অনুষ্ঠিত বিজেপির এক জনসভায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য এই স্কিম নারায়ণ ভান্ডার প্রকল্প এর সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। নারায়ণ ভান্ডার প্রকল্প – West Bengal Narayan Bhandar Scheme 2023 in Bengali বা নারায়ণ ভান্ডার প্রকল্প কি ? কিভাবে আবেদ করবেন ? বা (West Bengal Narayan Bhandar Scheme 2023 Bangla. A short information of Narayan Bhandar Scheme. What is Narayan Bhandar Scheme 2023, Apply, Eligibility Criteria, Required Documents, Application Form, About the Narayan Bhandar Scheme 2023 / Yojana/ Yojna / Scheme in Bengali) নারায়ণ ভান্ডার প্রকল্প বা যোজনা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
নারায়ণ ভান্ডার প্রকল্প কী ? What is Narayan Bhandar Scheme ?
নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে ছেলে-মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে বিজেপি সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার তার সার্বিক বিকাশ বা উন্নতিতে যাতে পিছিয়ে না পড়ে থাকে। এই নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) এর অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুঃস্থ বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করা। এই নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) চালু করার সিদ্ধান্ত নেন এ রাজ্যেরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
নারায়ণ ভান্ডার প্রকল্প – West Bengal Narayan Bhandar Scheme 2023 | Narayani Bhandar Scheme 2023 | Online Registration, Objectives, Eligibility & Benefits :
প্রকল্পের নাম | নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) |
প্রকল্পের ধরন | বাংলার বেকার যুবক যুবতীদের জন্য |
প্রকল্পে পাবেন | মাসে ২০০০ টাকা |
অবস্থান | পশ্চিমবঙ্গ (ভারত) |
সরকার | বিজেপি সরকার |
ঘোষণা | ২৩ মে ২০২৩ |
সংস্থাপক | রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার |
যোগ্যতা – Eligibility Criteria of Narayan Bhandar Scheme :
- পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা,
- 25 বছর পূর্ণ হতে হবে,
- পারিবারিক আয় বার্ষিক 1,20,000 টাকার কম হতে হবে,
- দরিদ্র এবং অভাবী আবেদনকারীদের,
- 25 বছর বয়সী অবিবাহিত বিবাহিত ছেলে ও মেয়েরা,
- শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়ে (40% প্রতিবন্ধী)।
নারায়ণ ভান্ডার প্রকল্পে যে ডকুমেন্টস এর প্রয়োজন – Required Documents of Narayan Bhandar Scheme :
- ঠিকানা প্রমাণ
- স্কুলের কাগজপত্র (মার্কশিট)
- জন্ম সনদ
- পারিবারিক আয়ের শংসাপত্র
- বিপিএল সার্টিফিকেট
- আবেদনকারীর অ-বৈবাহিক অবস্থার ঘোষণা
- প্রতিষ্ঠান থেকে নিবন্ধন নথি
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং IFSC কোডের বিবরণ (বৃত্তির পরিমাণ পাওয়ার জন্য)।
কিভাবে নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবো – How to Apply For West Bengal Narayan Bhandar Scheme 2023 :
আপনি যদি নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) যোজনায় নির্ধারিত সমস্ত যোগ্যতা পূরণ করেন এবং আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় নথি থাকে তবে আপনি এই নারায়ণ ভান্ডার (Narayan Bhandar) প্রকল্পের টাকা পারেন। সামনেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং তার পরেই ২০২৪ এর মার্চ এপ্রিল নাগাদ লোকসভা নির্বাচন। এহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার “নারায়ন ভান্ডার” চালু করার কথা ঘোষণা করেছেন ঠিকই তবে বিজেপি সরকার বাংলার ক্ষমতায় এলে তার পরেই এই প্রকল্প কার্যকর করা হবে।
নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া :
এই “নারায়ন ভান্ডার” নামক প্রকল্পটি কার্যকর হওয়া বা না হওয়া পুরোটাই নির্ভর করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের উপর তাই এই প্রকল্প কবে থেকে চালু করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি সরকারের তরফ থেকে সেভাবে কিছু জানানো হয়নি।
নারায়ণ ভান্ডার প্রকল্প – West Bengal Narayan Bhandar Scheme 2023 FAQ :
- নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) কী ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প (West Bengal Narayan Bhandar Scheme 2023) বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করা।
- নারায়ণ ভান্ডার প্রকল্প কে চালু করেন ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
- নারায়ণ ভান্ডার প্রকল্প এর মাধ্যমে কত টাকা পাওয়া যায় ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প এর মাধ্যমে মাসিক ২০০০ টাকা পাওয়া যায় ।
- নারায়ণ ভান্ডার প্রকল্প কবে ঘোষণা হয় ?
Ans: নারায়ণ ভান্ডার প্রকল্প ২৩ মে ২০২৩ ঘোষণা হয় ।
- কারা কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারেন ?
Ans: ২৫ বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েদের জন্য আবেদন করতে পারেন ।
0 মন্তব্যসমূহ