Ads

WBCS New Syllabus 2023 and WBCS New Exam Pattern @westbengaljob.in

 ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে, জেনেনিন ইউপিএসসি সিভিল সার্ভিসের (UPSC IAS) সিলেবাস



নিউজ ডেস্ক: রাজ্য সরকারি আমলা হতে চাওয়া চাকরি প্রার্থীদের জন্য বড় খবর সামনে এল। ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার সিলেবাস বদল হতে চলেছে। ইউপিএসসি সিভিল সার্ভিসের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিবর্তন হতে চলেছে বলেই খবর। ডব্লুবিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করতে চাইছে রাজ্য। এই বিষয়ে সোমবার মন্ত্রিসভার ছাড়পত্র মিলেছে বলেই সূত্রের খবর। 





WBCS New Syllabus 2023 and WBCS New Exam Pattern  @westbengaljob.in







সোমবার নিয়োগ সংক্রান্ত একাশিক বিষয় নিয়ে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের একাংশ  ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষাতেও বসেন। সিলেবাসে বিস্তর তফাত থাকায় তাঁদের সমস্যা হয়। ডব্লুবিসিএস এবং ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি যাতে তাঁরা একইসঙ্গে নিতে পারেন সেই কথা মাথায় রেখেই এই পরিবর্তনের উদ্যোগ। 

আসুন আমরা UPSC IAS Exam – ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনেনিই। 


আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য ক্লিক করুন : 


telegram.me/westbengaljobin



প্রিলিমিনারি (Preliminary):

প্রিলিমিনারি পরীক্ষাটি হয় মে থেকে আগস্ট মাসে। রেজাল্ট বের হয় পরের মাসেই মানে সেপ্টেম্বরে । প্রিলিমিনারি ৪০০ নম্বরের (২০০+২০০) পরীক্ষা। দুটি পেপার থাকে ।

General Studies Paper I

General Studies Paper II (Civil Services Aptitude Test CSAT)।

দুটি পেপারই অবজেক্টিভ টাইপের ও মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় । নেগেটিভ মারকিং থাকে (১/৩)।

দ্বিতীয় পেপারটি কোয়ালিফাইং পেপার। এটির নম্বর মেরিট লিস্টে যুক্ত হয় না। এটিতে কেবল পাশ করতে হয়। ৩৩% নম্বর পেলে তবেই পাশ ধরে নেওয়া হয় আর তারপরেই প্রথম পেপারের নম্বর দেখে মেন পরীক্ষায় বসার জন্য ডাকা হয়।

দুটি পেপারেরই পরীক্ষার সময় ২ ঘন্টা করে মোট ৪ ঘন্টা।

প্রথম পেপারে থাকে ১০০টি প্রশ্ন (২০০ নম্বর) আর দ্বিতীয় পেপারটিতে থাকে ৮০টি প্রশ্ন (২০০ নম্বর)।

দুটি পেপারের প্রশ্ন ইংরেজি ও হিন্দিতে হয়। (UPSC IAS Exam All details)



General Studies Paper I, সিলেবাস

Current events of national and international importanceHistory of India and Indian national movement Indian and World Geography

Physical, Social, Economic Geography of India and the world

Indian Polity and Governance – Constitution, Political system, Panchayati Raj, Public Policy, Rights issues etc.

Economic and Social development – sustainable development, poverty, inclusion, demographics, social sector initiatives etc.

General issues on Environmental ecology, Bio-diversity and Climate change-that do not require subject specialization

General science

General Studies Paper II সিলেবাস

Comprehension

Interpersonal skills including communication skills

Logical reasoning and analytical ability

Decision making and problem solving

General mental ability

Basic numeracy (numbers and their relations, orders of magnitude etc.) (Class X level), Data Interpretation (charts, graphs, tables, data sufficiency etc. Class X level)

English Language Comprehension skills (Class X level)Questions relating to English Language Comprehension skills of Class X level. (will be tested through passages from English language only without providing Hindi translation)



সিভিল সার্ভিস্ মেন এক্সাম

প্রিলিমিনারিতে পাশ করলেই মেন পরীক্ষায় বসার অনুমতি মেলে । তখন আলাদা করে প্রিলিমিনারি পাশ করা ক্যান্ডিডেটদের মেনের জন্য ফর্ম ফিলাপ করতে হয়। ২০০টাকা জেনারেল ও ওবিসি পুরুষ দের তখন দিতে হয় । মেন পরীক্ষা পুরোটাই লিখিত হয় । ডিসেম্বর মাসে মেন পরীক্ষা হয়ে থাকে ।

মেন পরীক্ষা ৯টি পেপারের উপর হয় । মেন পরীক্ষা পুরোটাই লিখিত হয় আর নিজ মাতৃভাষায় দেওয়া যায় । কেউ চাইলে বাংলা ভাষায় পুরো মেন পরীক্ষা দিতে পারে।মেন পরীক্ষায় একটি অপসনাল পেপার নিতে হয়।

মেন পরীক্ষার সিলেবাস

মেন পরীক্ষা হয় মোট ১৭৫০ নম্বরের ।

Paper A (Compulsory Indian Language, নিজের নিজের পছন্দের ভাষা) ৩০০ নম্বর। সময় ৩ ঘন্টা।

Paper B (English) ৩০০ নম্বর। সময় ৩ ঘন্টা।

পেপার A এবং পেপার B কোয়ালিফাইং পেপার। এতে পাশ করতে হয়। মেরিট লিস্টে এই নম্বর যুক্ত হয় না। পেপার I থেকে VII এর নম্বর দেখে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়। কিন্তু পেপার A ও B পাশ করার পরই।





Paper I : Essay ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা ।

Paper II: GENERAL STUDIES I ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা।

(Indian Heritage and Culture, History and Geography of the World and Society)

Paper III: GENERAL STUDIES II ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা।

(Governance, Constitution, Polity, Social Justice and International relations)

Paper IV: General Studies III ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা।

(Technology, Economic Development, Bio-diversity, Environment, Security and Disaster Management)

Paper V: General Studies IV ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা।

(Ethics, Integrity and Aptitude)

Paper VI : Optional Subject Paper 1 ২৫০ নম্বর । সময় ৩ ঘন্টা।

Paper VII : Optional Subject Paper 2 ২৫০ নম্বর। সময় ৩ ঘন্টা।

পার্সোনালিটি টেস্টঃ

মেন পরীক্ষার রেজাল্ট বের হয় জানুয়ারি ফ্রেবরুয়ারিতে। তার কিছুদিন পরেই শুরু হয়ে যায় পার্সোনালিটি টেস্ট। মেন পরীক্ষায় মেরিট লিস্ট দেখে ডাকা হয় পার্সোনালিটি টেস্টে। সেটি হয় ২৭৫ নম্বরের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ