Ads

CHSL 2023 Admit Card Download in West Bengal

CHSL 2023 Admit Card Download in West Bengal 


CHSL Admit Card 2023 : স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ পেয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিনেশন (SSC CHSL 2023) Tier-1 পরীক্ষার অ্যাডমিট কার্ড। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা SSC  রিজিওনাল ওয়েবসাইট https://www.sscer.org  থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

CHSL Admit Card 2023 Download 

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে? How to Download CHSL 2023 admit Card 

১) CHSL Tier-1 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের প্রথমে SSC  রিজিওনাল ওয়েবসাইটে  https://www.sscer.org যেতে হবে।


২) এবার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।


৩) এরপর প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।


৪) এবার স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।


৫) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।




স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত SSC CHSL 2023 Tier-1 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন বহু সংখ্যক পরীক্ষার্থী। প্রকাশ পাওয়া অ্যাডমিট কার্ডটি পরীক্ষার দিন অবশ্যই নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত জানতে SSC অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

SSC CHSL ADMIT CARD DOWNLOAD : Click Here  ( এখনও লিংক চালু হয়নি )




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ