Ads

BSNL Recruitment 2023 - 11000 vacancy Check Details ১১ হাজার শূন্যপদে BSNL-এ কর্মী নিয়োগ,

১১ হাজার শূন্যপদে BSNL-এ কর্মী নিয়োগ, ৩১ জানুয়ারি আবেদন শেষ | BSNL Recruitment 2023





ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল (BSNL) এর তরফ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। এটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সব কয়টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। 



কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মোট কয়টি রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে আমরা পরপর জানিয়ে দিয়েছি। 


    





BSNL  Recruitment 2023

BSNL JTO released a notification for the recruitment for BSNL JTO. The application form is not released yet. You can see the notification in the official website. The official website link of BSNL JTO Recruitment 2023 is given in the overview table. So, you can see it and read the full notification. The post that requires necessary details regarding BSNL JTO Recruitment 2023. We will give this information in the below topic. The application form for BSNL JTO Recruitment 2023 will be released soon. BSNL JTO Recruitment 2023 will be published for the Junior Telecom Officer Post on the official website of BSNL.




Bsnl Jto Recruitment 2023 Overview

CompanyBSNL
RecruitmentBSNL JTO Recruitment
Year2023
postJunior telecom officer
vacancies11,705
websitebsnl.co.in





নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: BSNLCO-A/16(12)/2/2022/ESTAB/1

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 31.12.2022

আবেদনের মাধ্যম: অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। 



পদের নাম:  BSNL Vacancy Details 2023

জুনিয়র টেলিকম অফিসার (Junior Telecom Officer- JTO)


শূন্যপদ:

মোট 11,705 টি শূন্যপদে নিয়োগ করা হবে।  





মাসিক বেতন: BSNL Junior Telecom Officer Salary 2023

2nd PRC স্কেল অনুযায়ী প্রতি মাসে 16,400 থেকে 40,500 টাকা বেতন বাবদ দেওয়া হবে। 




বয়সসীমা: Age Limit of BSNL Junior Telecom Officer 


বিএসএনএলের এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 20 থেকে 20 বছরের মধ্যে থাকতে হবে। 





বয়সের ছাড়: Age Relaxation Details of BSNL Junior Telecom Officer 2023
  • SC, ST- পাঁচ বছর
  • OBC- তিন বছর
  • PWD- দশ বছর


শিক্ষাগত যোগ্যতা: Educational Qualification of BSNL Junior Telecom Officer 2023 


কেন্দ্র অথবা রাজ্য সরকারের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে নিচের যেকোনো একটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলার ডিগ্রী করে থাকতে হবে-

(1) টেলিকমিউনিকেশন (Telecommunication)

(2) ইলেকট্রনিক্স (Electronics)

(3) রেডিও (Radio)

(4) কম্পিউটার (Computer)

(5) ইলেকট্রিক্যাল (Electrical)

(6) ইনফর্মেশন টেকনোলজি- আইটি (Information Technology- IT)

(7) ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)





নিয়োগ প্রক্রিয়া: Selection of BSNL Junior Telecom Officer Recruitment 2023 


এখানে ৫০% সরাসরি নিয়োগ (Direct Recruitment) করা হবে এবং ৫০ শতাংশ প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। 




আবেদন প্রক্রিয়া: Application Process for BSNL Junior Telecom Officer Recruitment 2023 


  • বিএসএনএল (BSNL) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদনকারীদের প্রথমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অনলাইনে একটি ফর্ম ফিলাপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 


নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates for BSNL Junior Telecom Officer Recruitment 2023) 
নোটিশ প্রকাশ31.12.2022
আবেদন শুরু31.12.2022
আবেদন শেষ31.01.2023


গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)  👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here
✅ Telegram ChannelJoin Now
 অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিশDownload
✅ আবেদন করুনApply Now
 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটJob Update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ