Ads

WBBPE TET Exam 2022 Guideline – টেট পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে, কি নেওয়া যাবেনা, খাতা পেয়ে প্রথমে কি করবেন?

WBBPE TET Exam 2022 Guideline – টেট পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে, কি নেওয়া যাবেনা, খাতা পেয়ে প্রথমে কি করবেন?





শুরু হলো WBBPE TET Exam এর অ্যাডমিট কার্ড বিতরণ। ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য নির্দিষ্ট গাইডলাইন জারি করে দেওয়া হয়েছে প্রাথমিক পর্ষদের তরফে।

সেই গাইডলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরীক্ষার্থীরা WBBPE TET Examination সেন্টারে কি কি নিয়ে যেতে পারবেন, কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে, কোন কাজ করা যাবে না। তাই যারা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছেন তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই সেই বিষয়গুলি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন। নতুবা পরীক্ষা কেন্দ্রে অযথা হয়রানি হবে

WBBPE TET Exam 2022 Guideline
WBBPE TET Exam 2022 Guideline 


ExaminationTeacher Eligibility Test (TET)
OrganizationWest Bengal Board of Primary Education (WBBPE)
Level of ExamState Level
Year2022
Course NameTeacher Eligibility Test (TET) For Lower Primary & Upper Primary Level
LocationWest Bengal
LanguageHindi, English, and Bengali
Mode of examinationOffline
Exam Date11.12.2022
Official Websitewww.wbbpe.org

👉 Join WhatsApp Group               Click Here

👉 Join Telegram Group                                                                                                                 Click Here



    WBBPE TET Exam 2022  এর গাইডলাইন

    ১) পরীক্ষা কেন্দ্রে প্রতিটি প্রার্থীর জন্য রোল নম্বর সহ নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা থাকবে।
    ২) প্রার্থীর জন্য নির্দিষ্ট আসনে যদি কোনো প্রার্থী না বসে অন্য আসনে বসেন তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে।
    ৩) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা দুটি WBBPE TET Exam অ্যাডমিট কার্ড এবং ছবি যেটা প্রেজেন্ট শীটে পেস্ট করতে হবে।
    ৪) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা WBBPE TET Exam অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ পরীক্ষার হলে বসার জন্য সঙ্গে রাখতে হবে।

    ৫) আইডি প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড/ ভোটার আইডি/ পাসপোর্ট অবশ্যই দেখাতে হবে।
    ৬) প্রয়োজনীয় নথি ছাড়া কোনো প্রার্থীকে কোনোভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
    ৭) পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থী উপস্থিত হলে পরীক্ষায় বসার অনুমতি পাবেন না।




    কিভাবে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন: Download

    নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।
    এরপরেই WBBPE TET Exam প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

    পরীক্ষার পর জমা দেবেনঃ

    যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার্থীরা পরিদর্শকের কাছে জমা দেবেন, সেগুলি হল, WBBPE TET Exam টেটের OMR উত্তরপত্রের মূল কপি (গোলাপি রঙের)।
    প্রবেশপত্রের ডাউনলোড কপি এবং সই করা একটি কপি।


    পরীক্ষার্থীরা নিচে বর্ণিত বিষয়গুলো সহ পরীক্ষা সেন্টার ত্যাগ করার অনুমতি পাবেন।
    টেট ২০২২ এর OMR উত্তরপত্রের পরীক্ষার্থীর কপি (সবুজ রঙের)।
    টেট এর জন্য প্রশ্নের বই।
    পরিদর্শকের সই করা প্রবেশপত্রের অনুলিপি।
    পরিদর্শকের নির্দেশ ছাড়া কোনো পরীক্ষার্থী এক্সামিনেশন সেন্টার ছাড়তে পারবেন না।

    যেগুলো নিয়ে হলে ঢোকা যাবে নাঃ

    পরীক্ষার্থীরা এক্সামিনেশন সেন্টারের ভিতরে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না, সেগুলি হল, ক্যালকুলেটর, স্কেল, পেনড্রাইভ, ইলেকট্রনিক পেন, লেখার প্যাড, ব্যাগ, মোবাইল, ওয়্যারলেস হেডফোন, জলের বোতল ইত্যাদি।

    স্টেশনারি আইটেম যেরকম কাগজের বিট, জ্যামিতি বক্স, কোনো বিশেষ ধরনের প্লাস্টিক নিয়ে যেতে পারবেন না।
    মোবাইল ফোন, ইয়ারফোন, মাইক্রোফোন, হেলথ ব্যান্ড, এছাড়াও কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এক্সামিনেশন সেন্টারে ঢুকতে পারবেন না। মাফলার কিম্বা টুপি পড়লে সেটা পরীক্ষক চেক করতে পারেন।



    পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
    পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত।
    প্রত্যেক পরীক্ষার্থীকে নিজের কালো বল পয়েন্ট পেন পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো মেনেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ