Ads

SSC GD Constable Recruitment 2022 (Apply Now) মাধ্যমিক পাশে SSC GD কনস্টেবল নিয়োগ

 

মাধ্যমিক পাশে SSC GD কনস্টেবল নিয়োগ  2022 (24 হাজার 369 শূন্যপদে বিশাল নিয়োগ) | SSC GD Constable Recruitment 2022 (Apply Now)






SSC GD Constable Recruitment 2022: রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি করার বা পাওয়ার এক বিরাট বড় সুযোগ। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে GD কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। 


                      West Bengal Job Telegram Group

সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সব থেকে ভালো বিষয় হলো ন্যূনতম মাধ্যমিক পাশেই সকলেই (ছেলে-মেয়ে) আবেদন করতে পারবে। এখানে সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

স্টাফ সিলেকশন কমিশনের এই SSC GD কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত, মোট শূন্য পদের সংখ্যা কত, নিয়োগ কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আপনি এখানে আবেদন করতে ইচ্ছুক হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।

SSC GD Constable Recruitment 2022 (Apply Now) মাধ্যমিক পাশে SSC GD কনস্টেবল নিয়োগ




নোটিশ নম্বরঃ PPI01/11/2022-PP_1

নোটিশ প্রকাশের তারিখঃ 27.10.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

SSC জিডি কনস্টেবল নিয়োগের তথ্য (SSC GD Constable 2022 Recruitment Details)

নিয়োগ সংস্থা (Recruitment Organization)স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পোষ্টের নাম (Post Name)BSF, CISF, SSB ইত্যাদি
চাকরির ধরণ (Job type)স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job)
মোট শূণ্যপদ (Total Vacancy)24,369
বেতন (Salary)পে লেভেল 3 অনুযায়ী হবে। নিচে থেকে জেনে নিন। 
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website)ssc.nic.in
আবেদনের মাধ্যম (Application Mode)অনলাইন (Online)




    পদের নামঃ জিডি কনস্টেবল (GD Constable)

    SSC GD  কনস্টেবল ২০২২ মোট শূন্যপদ (SSC GD Constable 2022 Total Vacancy)

    এখানে সর্বমোট 24,369 টি শূন্যপদে নিয়োগ করা হবে। (SC- 3806, ST- 2176, OBC- 5395, EWS- 2336, UR- 11,968)


    ফোর্স অনুযায়ী শূন্যপদ (SSC GD Constable 2022 Force Wise Vacancy)

    (1) BSF (পুরুষ – 8922, মহিলা – 1575)

    (2) CISF (পুরুষ – 90, মহিলা – 100)

    (3) CRPF (পুরুষ – 3710, মহিলা – 531)

    (4) SSB (পুরুষ – 464, মহিলা – 243)

    (5) ITBP (পুরুষ – 1371, মহিলা – 242)

    (6) AR (পুরুষ – 1697, মহিলা – 0)

    (7) SSF (পুরুষ – 78, মহিলা – 25)

    (8) NCB – 164

    SSC GD কনস্টেবল বেতন (SSC GD Constable 2022 Salary)

    জিডি (GD) কনস্টেবল পদে চাকরির জন্য প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে। শুধুমাত্র NCB পদের ক্ষেত্রে পে লেভেলে 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

    SSC GD কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা (SSC GD Constable 2022 Educational Qualification)

    আবেদনকারী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে। তাহলে SSC GD কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে।





    SSC GD কনস্টেবল বয়সসীমা (SSC GD Constable 2022 Age Limit)

    আবেদনকারী প্রার্থীর বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। সেইসাথে অন্যান্য শ্রেনিদের ক্ষেত্রেও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

    SSC GD কনস্টেবল নিয়োগ পদ্ধতি (SSC GD Constable 2022 Recruitment Process)

    প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।

    • কম্পিউটার বেসড এক্সামিনেশন (CBE)
    • ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)
    • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
    • মেডিক্যাল এক্সামিনেশন।
    • ডকুমেন্টস ভেরিফিকেশন।

    কম্পিউটার বেসড এক্সামিনেশনের পূর্ণমান হবে 160 নম্বর। প্রশ্ন হবে M.C.Q ধরনের। প্রশ্ন সংখ্যা থাকবে 80 টি, প্রতিটি প্রশ্নের মান হবে 2 নম্বর।



    SSC GD কনস্টেবল লিখিত পরীক্ষার সিলেবাস (SSC GD Constable 2022 Exam Syllabus)

    কম্পিউটার বেসড এক্সামিনেশন (CBE) পরীক্ষার সিলেবাস

    বিষয়প্রশ্নসংখ্যা প্রশ্নের মান
    (1) General Intelligence
    and Reasoning
    2040
    (2) General Knowledge and General Awareness2040
    (3) Elementary Mathematics2040
    (4) English/ Hindi2040
    মোট80160

    পশ্চিমবঙ্গে SSC GD কনস্টেবল পরীক্ষার সেন্টার (SSC GD Constable 2022 Exam Centre in West Bengal)

    পশ্চিমবঙ্গে এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable) পরীক্ষার সেন্টার গুলি হল শিলিগুড়ি, কোলকাতা এবং হুগলি। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা তাদের পরীক্ষার জন্য এই তিনটি সেন্টারের মধ্যে যেকোনো একটিকে নির্বাচন করতে পারবেন।  

    SSC GD কনস্টেবল ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (SSC GD Constable 2022 Physical Efficiency Test)

    ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের ক্ষেত্রে পুরুষদের 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। মহিলাদের 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1.6 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

    ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা 170 সেন্টিমিটার ও মহিলাদের উচ্চতা 157 সেন্টিমিটার হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শ্রেনি অনুযায়ী উচ্চতার ছাড় বয়েছে। 



    N.B নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে এ SSC GD Constable Recruitment 2022 অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জেনে নেবেন।  

    SSC GD কনস্টেবল আবেদন পদ্ধতি (SSC GD Constable 2022 Application Process)

    এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি SSC র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

    সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

    আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবিটি যেন JPEG ফরম্যাটে থাকে এবং এর সাইজ যেন 20 থেকে 50 kb মধ্যে হয়।

    সবশেষে 100 আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

    জিডি কনস্টেবল আবেদন ফি (SSC GD Constable 2022 Application Fee)

    এখানে আবেদন করার জন্য সমস্ত শ্রেণীর প্রার্থীদের 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

    আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (SSC GD Constable 2022 Required Documents)

    • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
    • বয়সের প্রমাণপত্র।
    • মাধ্যমিকের সার্টিফিকেট।
    • আধার কার্ড বা ভোটার কার্ড।
    • রেসিডেন্ট সার্টিফিকেট।
    • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
    গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
    নোটিশ প্রকাশ27.10.2022
    আবেদন শুরু27.10.2022
    আবেদন শেষ30.11.2022 

    Important Links:  👇👇

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ