BSF Head Constable Recruitment 2022 - BSF Recruitment HC RO 2022 , Syllabus,Exam Pattern @ExamhelpBangla.com
WhatsApp | Telegram | Google News
বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল (Bsf Head Constable Recruitment 2022) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
BSF RO Vacancy 2022 Details
পদের নাম- হেড কনস্টেবল (RO)
মোট শূন্যপদ- ৯৮২ টি।
BSF RM Vacancy 2022 Details
পদের নাম- হেড কনস্টেবল (RM)
মোট শূন্যপদ- ৩৩০ টি।
Age Limit for the Post of BSF Head Constable 2022
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
BSF Head Constable Salary 2022
বেতন- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
Educational Qualification for BSF Head Constable Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং রেডিও এবং টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার অথবা general electronics অথবা ডাটা এন্ট্রি অপারেটরে দু বছরের ITI কোর্স করে থাকতে হবে।
BSF Head Constable Height And Weight Chart 2022
উচ্চতা- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ১৬৮ সেন্টিমিটার এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার।
ছাতি- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৮০ সেন্টিমিটার।
ওজন- প্রার্থীর উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।
How to Apply for BSF Head Constable Recruitment 2022 ?
আবেদন পদ্ধতি- প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
BSF Head Constable Application Fees Details 2022
আবেদন ফি- ১০০ টাকা।SC/ ST/ PwD এবং মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি দিতে হবে না।
Selection Process of BSF Head Constable Recruitment 2022
নির্বাচন পদ্ধতি- তিনটি Phase এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম Phase এ লিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় Phase এ PST/ PET এবং ডকুমেন্টেশন যাচাই করা হবে। এছাড়াও Dictation টেস্ট হবে। তৃতীয় Phase এ মেডিকেল টেস্ট হবে।
BSF Head Constable Application Last Date 2022
আবেদন করার শেষ তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২২।
BSF Head Constable Application Link 2022 :
Bsf Head Constable Recruitment 2022 Notification Download Link:
Official Notice: Download Now
0 মন্তব্যসমূহ