WB Krishi Prayukti Sahayak Recruitment 2022 -কৃষি প্রযুক্তি সহায়ক @Westbengaljob.in
Get All Latest Update Alerts - Join our WestBengalJob.in Groups in
চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর চাকরির নিয়োগ হতে চলেছে। কৃষি প্রযুক্তি সহায়ক (WB KPS Recruitment 2022) পদে নতুন কর্মী নিয়োগ করতে চাইছে কৃষি দপ্তর। এই WB KPS Recruitment 2022 পদে নিয়োগের জন্য যোগ্যতা কি দরকার, কত শূন্যপদ রয়েছে, কি কাজ করতে হয়, কিভাবে আবেদন করা যাবে ইত্যাদি বিস্তারিত নীচের প্রতিবেদনে।
WBPSC KRISHI PRAYUKTI SAHAYAK RECRUITMENT 2022 PARTICULARS
Name Of The Commission | WBPSC |
Position Names | Krishi Prayukti Sahayak Posts |
Number Of The Post | 4000 |
Online Application Commencement Date | To Be Announced |
Online Application Final Date | To Be Announced |
Category | West Bengal Job |
Job Location | West Bengal |
Registration Mode | Online |
WBPSC Official website | www.wbpsc.gov.in |
WB KPS Recruitment 2022
বিভাগীয় ডিরেক্টরেট থেকে এই WB Krishi Prayukti Sahayak পদে নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। এরপর অর্থ দপ্তরের অনুমোদন পেলেই WB KPS Recruitment 2022 নিয়োগের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। কৃষি দপ্তরের এক উচ্চতর আধিকারিকের মতে, যত বেশি সংখ্যক পদে নিয়োগ হবে, তত কাজে সুবিধা হয়। পরিকল্পনা চলছে সমস্ত Krishi Prayukti Sahayak শূন্যপদ পূরণের। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সম্ভবত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই WB Krishi Prayukti Sahayak Recruitment 2022 দায়িত্বে থাকবে। অর্থাৎ WB Krishi Prayukti Sahayak নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।
Other Important Links for West Bengal Recent Job Vacancy 2022
WB Krishi Prayukti Sahayak কি কাজ করতে হয়?
কৃষি দপ্তরের বিভিন্ন সুপারিশ এবং পরামর্শ কৃষকদের কাছে পৌঁছে দেন। চাষের জমির উপর নজরদারি রাখতে হবে এবং গ্রামে কৃষি সংক্রান্ত ফিল্ড লেবেলের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন WB Krishi Prayukti Sahayak।শিক্ষাগত যোগ্যতা- Educational Qualification for Krishi Prayukti Sahayak Recruitment 2022 :
কৃষি প্রযুক্তি সহায়ক ( WB Krishi Prayukti Sahayak) বা WB KPS পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হয় অন্তত উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।শূন্যপদের সংখ্যা-WB Krishi Prayukti Sahayak Vacancy 2022
প্রকাশিত খবর অনুযায়ী গোটা রাজ্য জুড়ে WB Krishi Prayukti Sahayak শূন্যপদ ৪৭৫৯ টি। তবে এই মুহূর্তে নিয়োগ করা হলে কমবেশি ৮০০ থেকে ১০০০ শূন্যপদের জন্য নিয়োগ করা হতে পারে।বয়সসীমা-Age Limit for Krishi Prayukti Sahayak Recruitment 2022 :
এই WB Krishi Prayukti Sahayak পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। SC,ST,OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রথমেই Westbengaljob.in -এর পাতায় প্রকাশিত হবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেকোনো চাকরি ও শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে নিয়মিত নজর রাখুন Westbengaljob.in -এর পাতায়।
0 মন্তব্যসমূহ