WB GDS Result 2022: পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক রেজাল্ট প্রকাশিত হলো - West Bengal Job :
গত ২ মে, ২০২২ তারিখ থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রতিটি রাজ্যের ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অনলাইনে ফর্ম ফিলাপ চলেছিল ৫ জুন, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইন ফর্ম ফিলআপ শেষ হবার মাত্র ১৫ দিনের মধ্যেই WB GDS Result 2022 প্রকাশ করল ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট (India Post)।
WB GDS রেজাল্ট কীভাবে দেখবেন? How to Check West Bengal GDS Result 2022:
পশ্চিমবঙ্গ ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক রেজাল্ট (WB GDS Result 2022) দেখার জন্য www.indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে খুব সহজে WB GDS Result 2022 দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনে WB GDS Result 2022 লিঙ্ক দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে WB GDS Result 2022 ডাউনলোড করতে পারবেন। ওই পিডিএফে নিজের নাম সার্চ করলে, যদি আপনার নাম আসে তাহলে আপনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে চাকরিতে নিযুক্ত হবেন সংশ্লিষ্ট প্রার্থীরা।
👉WB GDS Result 2022: Download Now
0 মন্তব্যসমূহ