Northeast Frontier Railway (NFR) Recruitment 2022: Apply for 5636 Apprentice Posts @nfr.indianrailways.gov.in
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর। কেন্দ্র সরকারের তরফ থেকে নর্থ ইস্ট রেলওয়েতে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 5636 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
ইন্ডিয়ান রেলে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি আবেদনের পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।
NFR Apprentice 2022 Vacancy Details
Name of the Divisions/Workshop | Vacancies |
Lumding (LMG), S&T/workshop/ MLG (PNO) & Track Machine/MLG | 1140 |
New Bongaigaon Workshop (NBQS) & EWS/BNGN | 1110 |
Katihar (KIR)& TDH workshop | 919 |
Dibrugarh Workshop (DBWS) | 847 |
Rangiya (RNY) | 551 |
Tinsukia (TSK) | 547 |
Alipurduar (APDJ) | 522 |
Total | 5636 |
বয়সসীমাঃ Age Limit for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
01.04.2022 তারিখ অনুযায়ী আবেদনপ্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ Edcational Qualification for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ট্রেনিং সার্টফিকেট থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ Selection Process for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
এখানে চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনের পর চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের নম্বর এবং অন্যান্য যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ How to Apply for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
- ইন্ডিয়ান রেলে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
- আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ Application Fees for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
এখানে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ Important Document for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- এছাড়াও আরো অন্যান্য।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 30.05.2022 |
আবেদন শুরু | 01.06.2022 |
আবেদন শেষ | 30.06.2022 |
Application Link for Northeast Frontier Railway (NFR) Recruitment 2022
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
northeast frontier railway recruitment 2022,railway recruitment 2022,northeast frontier railway apprentice,railway apprentice 2022,northeast frontier railway,northeast frontier railway apprentice recruitment 2022,nfr railway recruitment 2022,nfr railway apprentice 2022,north eastern railway apprentice 2022,northeast frontier railway recruitment,nfr railway apprentice recruitment 2022,north eastern railway recruitment 2022 apply online,new railway recruitment 2022
0 মন্তব্যসমূহ