BSF Group B and C Recruitment 2022, Notification Out for 110 Posts
Get All Latest Update Alerts - Join our WestBengalJob.in Groups in
ইন্ডিয়ান ডিফেন্স গ্রুপ B এবং গ্রুপ C বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 110 টি শুন্য পদে নিয়োগ হবে। নিয়োগ করা হবে এস আই এবং কনস্টেবল পদে।
Border Security Force has issued the latest notification for the BSF recruitment 2022 of Group B & C Posts (Sub Inspector (Master), Sub Inspector (Engine Driver), Sub Inspector (Workshop), Head Constable (Master), Head Constable (Engine Driver), Head Constable (Workshop) – Trade, CT (Crew)] . Other details of the BSF Water Wing Bharti 2022 Like Age Limit, Educational Qualification, Selection Process, Application Fee, and How to Apply are given below…
এখানে যেকোনো ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
ইন্ডিয়ান ডিফেন্স গ্রুপ B এবং গ্রুপ C প্রদীপ আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সাব ইন্সপেক্টর (SI)
বেতনঃ সাব ইন্সপেক্টর পদের জন্য বেতন পে লেভেল 6 অনুসারে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমাঃ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 30 বছরের কম হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
মোট শূন্যপদঃ 22 টি।
(2) পদের নামঃ কনস্টেবল (Constable)
বেতন / BSf Group B and Group C Salary 2022:
কনস্টেবল পদের জন্য বেতন পে লেভেল 3 অনুসারে 21,700 থেকে 69,100 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ Educational Qualification for BSF Group B and C Recruitment 2022 : যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এছাড়াও তিন বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
বয়সসীমাঃ Age limit for BSF Group B and C Recruitment 2022:
উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 88 টি।
নিয়োগ পদ্ধতিঃ BSF Group B and C Recruitment 2022 Selection Process
- লিখিত পরীক্ষা – 100 নম্বর।
- ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
- প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট।
- ফাইনাল মেরিট লিস্ট।
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লিখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
- শেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
আবেদন পদ্ধতিঃ How to Apply for BSF Group B and C Recruitment 2022
আবেদন ফিঃ Application fees for BSF Group B and C Recruitment 2022
গ্রুপ B পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে 200 টাকা এবং গ্রুপ সি পদের জন্য 100 ধার্য করা হয়েছে।আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ Important Documents for BSF Group B and C Recruitment 2022
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- ITI সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ Important Date for BSF Group B and C Recruitment 2022
নোটিশ প্রকাশ 13.06.2022 আবেদন শুরু 13.06.2022 আবেদন শেষ 12.07.2022 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
0 মন্তব্যসমূহ