ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা : Download List Of Major Seaports Of India PDF
Published By - WestBengalJob.in Date : 20.05.2022 Time :17 :15
কান্ডালা বন্দর
· ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের কচ্ছো জেলার গান্ধীধাম শহরের কাছে অবস্থিত।
· এটি একটি প্রকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· এই বন্দরটি একটি Trade Free Zone.
জওহরলাল নেহেরু বন্দর
· ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত।
· ভারতের বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
· এই বন্দরটি পূর্বে নভসেবা বন্দর নাম পরিচিত ছিল। নভাকা ও শিভা গ্রাম দুটির নাম থেকে এটির সাধারণ নাম এসেছে নভশেবা বা নভসেবা।
· মহারাষ্ট্রের মুম্বাই শহরের পূর্বে আরব সাগরের তীরে বন্দরটি অবস্থিত।
· এটি ভারতের প্রথম হাইটেক বন্দর।
মুম্বাই বন্দর
· ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত।
· বন্দরের পোতাশ্রয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক পোতাশ্রয় এবং এটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
· মহারাষ্ট্রের মুম্বাইতে (পশ্চিম) অবস্থিত।
· এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর।
· এটিকে ভারতের প্রবেশদ্বার বা Gateway of India বলা হয়ে থাকে।
· মুম্বাই বন্দর হল ভারতের দ্বিতীয় প্রাচীন (প্রথম কলকাতা বন্দর) বন্দর।
মার্মাগাঁও বন্দর
· মার্মাগাঁও বন্দর বা মারগাঁও বন্দর ভারতের পশ্চিম উপকূলে দক্ষিণ গোয়াতে অবস্থিত।
· এই বন্দরের পোতাশ্রয়টি প্রাকৃতিক পোতাশ্রয়।
· ১৮৮৫ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক আশ্রয়স্থলে বন্দরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি।
· এই বন্দরটির নিজস্ব রেললাইন রয়েছে।
· জুয়ারি নদীর মোহনার মুখে অবস্থিত।
· ভারত থেকে সবচেয়ে বেশি লৌহ আকরিক এই বন্দরের দ্বারা রপ্তানি করা হয়।
নিউ ম্যাঙ্গালোর বন্দর
· নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের পানাম্বুরে অবস্থিত।
· এটি একটি কৃত্রিম প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· এই বন্দরটিকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয়ে থাকে।
· এই বন্দরটির নির্মান শুরু হয় ১৯৬২ সালে । ১৯৭৪ সালে ৪ মে বন্দরটির উদ্ভোদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
· ভারতের পশ্চিম উপকূলের গভীরতম বন্দর এটি।
· প্রধানত লৌহ আকরিক রপ্তানি করার জন্য এই বন্দরটি ব্যবহার করা হয়।
কোচি বন্দর
· ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত।
· এটি একটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· কেরালার অন্যতম এবং বৃহত্তম বন্দর।
· মশলা ও লবন রপ্তানির জন্য বিখ্যাত।
চেন্নাই বন্দর
· ভারতের পূর্ব উপকূলে অবস্থিত।
· এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ সালে।
তুতিকোরিন বন্দর ও ভি ও চিদাম্বরম বন্দর
· ভারতের পূর্ব উপকূলে অবস্থিত তামিলনাড়ুর তুতিকোরিনে অবস্থিত এবং তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর।
· বর্তমানে এই বন্দরটি ভি ও চিদাম্বরম বন্দর নামে পরিচিত। পূর্বে এই বন্দরের নাম ছিল তুতিকোরিন বন্দর।
· প্রধানত শ্রীলংকার সাথে বাণিজ্য করা হয় এই বন্দরের মাধ্যমে।
এন্নোর বন্দর
· এই বন্দরের অফিসিয়াল নাম কামারাজার পোর্ট লিমিটেড।
· এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর এন্নোরে অবস্থিত।
· এটি প্রাকৃতিক প্রোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· এই বন্দরটি ভারতের প্রথম বেসরকারি প্রধান বন্দর।
· ২০০১ সালে এই বন্দরটি প্রতিষ্ঠিত হয়।
· এই বন্দরটি তৈরী করা হয় প্রধানত চেন্নাই বন্দরের চাপ কমানোর জন্য।
বিশাখাপত্তনম বন্দর
· এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশের অবস্থিত।
· এটি ভারতের গভীরতম বন্দর।
· স্বাভাবিক বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
· জাপানে প্রচুর পরিমানে লৌহ আকরিক এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়।
পোর্ট ব্লেয়ার বন্দর
· এই বন্দরটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
· স্বাভাবিক বা প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত বন্দর।
· আন্দামান দ্বীপপুঞ্জে পর্যটন শিল্পে এই বন্দরটির ভূমিকা অনবদ্য।
পারাদ্বীপ বন্দর
· এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে ওড়িশাতে অবস্থিত।
· এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর।
· এই বন্দরটির নিজস্ব রেললাইন রয়েছে এবং সড়ক ও রেলপথের সাথে যোগাযোগের সুবিধা রয়েছে।
কলকাতা বন্দর
· এটি কলকাতা-হলদিয়া বন্দর নামেও পরিচিত।
· ভারতের পূর্ব উপকূলের এই বন্দরটি একটি সমুদ্র বন্দর (বঙ্গোপসাগর ) ও একটি নদী বন্দর (হুগলি) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
· এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর।
· বর্তমানে কলকাতা বন্দরের দুটি পৃথক ডক ব্যবস্থা রয়েছে- কলকাতায় কলকাতা ডক ও হলদিয়ায় হলদিয়া ডক চত্বর নামে একটি গভীর জলের ডক রয়েছে।প্রশ্ন: ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
জওহরলাল নেহেরু বন্দর
প্রশ্ন: ভারতের 12 টি প্রধান বন্দর কি?
ভারতের 12 টি প্রধান সমুদ্র বন্দর
নাভা শেভা- মহারাষ্ট্র। নওয়া শেভা যা এখন জওহরলাল নেহেরু বন্দর নামে পরিচিত, এটি ভারতের বৃহত্তম কনটেইনার বন্দর, যা নবি মুম্বাই মহারাষ্ট্র জুড়ে কোঙ্কন এলাকার মূল ভূখণ্ডে অবস্থিত।
পানাম্বুর বন্দর- কর্ণাটক।
কোচিন বন্দর- কেরালা।
পোর্ট ব্লেয়ার- আন্দামান।
তুতিকোরিন বন্দর- তামিলনাড়ু।
চেন্নাই বন্দর।
প্রশ্ন: ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?
গুজরাটের কান্দলা বন্দর পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যতম প্রধান বন্দর। কলকাতা বন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করেছিল। এটি ভারতের প্রাচীনতম অপারেটিং বন্দর।
প্রশ্ন: ভারতের গভীরতম বন্দর কোনটি?
কৃষ্ণপত্তনম বন্দর এখন ভারতের সবচেয়ে গভীর খসড়া বন্দর হিসেবে বেরিয়ে এসেছে, বন্দরটি এখন 18 মিটারের সর্বোচ্চ অনুমোদিত খসড়া সহ জাহাজ গ্রহণ করতে সক্ষম। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বন্দরটি এখন 18.5 মিটারের খসড়ায় গর্বিত, যাতে ভারতের গভীরতম হিসাবে মুন্ধরা বন্দরকে ছাড়িয়ে যায়।
প্রশ্ন: কোন রাজ্যে ভারতে প্রধান সমুদ্রবন্দর রয়েছে?
এখানে ভারতের 13 টি প্রধান সমুদ্রবন্দরগুলির একটি তালিকা রয়েছে:
কান্দলা বন্দর, গুজরাট।
জওহরলাল নেহেরু বন্দর, মহারাষ্ট্র (আগে নহা শেভা নামে পরিচিত)
মুম্বাই বন্দর (ভারতের বৃহত্তম বন্দর)
বিশাখাপত্তনম বন্দর, অন্ধ্রপ্রদেশ।
চেন্নাই বন্দর (ভারতের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর)
মোর্মুগাও বন্দর, গোয়া।
পোর্ট ব্লেয়ার বন্দর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় বন্দর কোনটি?
সাংহাই বন্দর। সাংহাই বন্দর কার্গো থ্রুপুট ভিত্তিক বিশ্বের বৃহত্তম বন্দর। চীনা বন্দর 744 সালে 2012 মিলিয়ন টন কার্গো পরিচালনা করেছে, যার মধ্যে 32.5 মিলিয়ন বিশ ফুট সমতুল্য ইউনিট (টিইইউ) কনটেইনার রয়েছে।
প্রশ্ন: ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর কোনটি?
কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম বন্দর।
প্রশ্ন: ভারতের প্রাচীনতম শহর কোনটি?
বারাণসী
প্রশ্ন:পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি?
পৃথিবীর প্রাচীনতম পরিচিত কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি হল লোহিত সাগরের ওয়াদি আল-জার্ফে।
0 মন্তব্যসমূহ