Ads

ভারতীয় ইতিহাসের ওপর সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর- Indian History General knowledge 2022

ভারতীয় ইতিহাসের ওপর সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর- Indian History General knowledge 2022

 Get All Latest Update Alerts - Join our WestBengalJob.in  Groups in 

 Whatsapp  Telegram |  Google News 

ভারতীয় ইতিহাসের ওপর সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর- Indian History General knowledge 2022
indian history in bengali language




প্রশ্ন:- ভারতের প্রাচীন নাম কি ছিল?

উত্তর:- ভারতের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ ।

প্রশ্ন:- কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ?
উত্তর:- পৌরাণিক যুগের সাগর বংশের রাজা
 ভরতের নাম অনুসারে আমাদের দেশের নামকরণ হয়েছে ভারতবর্ষ ।




প্রশ্ন :- কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্থান হয়েছে ?
উত্তর:- সিন্ধুনদের নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্থান হয়েছে |

প্রশ্ন :- কারা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন ?
উত্তর:- আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্রিকরা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন , আবার কারোর কারোর মতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে পারস্য সম্রাট দারায়ুস ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন ।

প্রশ্ন:- ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ কে বলেছেন ?
উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ বলেছেন।

প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপি গুলির নাম করো
উত্তর:- প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপি গুলির নাম হলো (ক) গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি (খ) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি (গ) গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি (ঘ) গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি ।

প্রশ্ন:- কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?
উত্তর:- উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।

প্রশ্ন:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?
উত্তর:- ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় ।

প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় |

প্রশ্ন:-. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখো ।
উত্তর:- তিনটি গিরিপথের নাম – খাইবার গিরিপথ, বোলান গিরিপথ, ও গোমাল গিরিপথ |

প্রশ্ন:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো ?
উত্তর:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম গোদাবরী |

প্রশ্ন:- কার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?
উত্তর:- শক সম্রাট (মহাক্ষএপ) রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

প্রশ্ন:- কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ?
উত্তর:- ভিতারি শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?
উত্তর:- এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্তের সভাকবি হরিষেণের রচনা ।

প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে ?
উত্তর:- নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে ।

প্রশ্ন:- নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় ?
উত্তর:- নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায় ।

প্রশ্ন:- নানাঘাট শিলালিপি কার সময়ে খোদিত হয় ?
উত্তর:- সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময়ে নানাঘাট শিলালিপি খোদিত হয় ।

প্রশ্ন:- বাণভট্ট কার সভাকবি ছিলেন ?
উত্তর:- বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন 

প্রশ্ন:- হর্ষচরিত কার রচনা ?
উত্তর:- হর্ষচরিত হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা ।

প্রশ্ন:- রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহন রচনা করেন ।

প্রশ্ন:- কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ?
উত্তর:- কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় ।

প্রশ্ন:- অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য বা কৌটিল্য রচনা করেন ।

প্রশ্ন:- আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর:- চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন ।


প্রশ্ন:- আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে ?
উত্তর:- আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কীর্তি বর্ণনা করা আছে ।

প্রশ্ন:- মুদ্রারাক্ষস কার রচনা ?
উত্তর:- মুদ্রারাক্ষস গুপ্তবংশের সভাকবি বিশাখাদত্তের রচনা ।

প্রশ্ন:- ভারতের পুরাণের সংখ্যা কয়টি ?
উত্তর:- পূরাণের সংখ্যা আঠারোটি ।


প্রশ্ন:- প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভাক্ত করা যায় ?
উত্তর:- প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত করা যায় – যথা :- (ক) আর্য জাতি (খ) দ্রাবিড় জাতি (গ) নেগ্রিটো জাতি (ঘ) মঙ্গোলীয় জাতি ।

প্রশ্ন:- বুদ্ধচরিতের রচয়িতা কে ?
উত্তর:- কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন ।

প্রশ্ন:- গীতগোবিন্দ কে রচনা করেন ?
উত্তর:- কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন |


প্রশ্ন:- মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির নাম লেখো
উত্তর:- মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থ গুলির মধ্যে ‘অভিজ্ঞানম শকুন্তলম’ , ‘মেঘদূত’ ,’মালবিকা’ প্রভৃতি উল্লেখযোগ্য
 ।


প্রশ্ন:- সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলির মধ্যে দুটির নাম লেখো
উত্তর:- দীপবংশ ও মহাবংশ ।

প্রশ্ন:- ইন্ডিকা কে রচনা করেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেন ।


প্রশ্ন:- কোন বিদেশী লেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি


প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তর:- রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী ।


প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন ?
উত্তর:- আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

প্রশ্ন:- প্লিনি রচিত গ্রন্থটির নাম কী ?
উত্তর:- প্লিনি রচিত গ্রন্থটির নাম ন্যাচারালিস হিস্টোরিয়ো । প্রথম শতাব্দিতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোম সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় পাওয়া যায় ।


প্রশ্ন:- তহকিক-ই-হিন্দ কার লেখা ?
উত্তর:- তহকিক-ই-হিন্দ-এর লেখক আরব ঐতিহাসিক আল বেরুনী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ