Ads

UGC guidelines 2022: Two degrees can be pursued together at different universities too

UGC guidelines 2022: Two degrees can be pursued together at different universities too



একই সময়ে একইসঙ্গে জোড়া কোর্সে পড়ার সুযোগ (Two Degree Programme)। অভাবনীয় এক পদক্ষেপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসি-র (UGC)। কমিশনের চেয়ারম্যান প্রফেশর জগদীশ কুমার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউজিসি-র ডুয়াল প্রোগ্রাম বা টু ডিগ্রি প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিতভাবে জানান। 


UGC guidelines 2022: Two degrees can be pursued together at different universities too
UGC New Guidelines 2022


টু ডিগ্রি প্রোগ্রাম কোন কোন পর্যায়ে 

স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে সেই পর্যায়ের নিজের কোর্সের পাশাপাশি অন্য একটি কোর্স করতে পারবেন না। কিন্তু স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে স্নাতকোত্তরের কোনও কোর্স করতে পারবেন না। 


একঝলকে টু ডিগ্রি প্রোগ্রাম

  • স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম
  • একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা
  • একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে
  • দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে
  • দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই
  • দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ