Ads

DHFWS Purulia Recruitment 2022 Apply For District Health and Family Welfare Samiti (DHFWS, CMOH Purulia Health) Jobs Vacancy

DHFWS Purulia Recruitment 2022 Apply For District Health and Family Welfare Samiti (DHFWS, CMOH Purulia Health) Jobs Vacancy 




পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পুরুলিয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ-মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

DHFWS Purulia Recruitment 2022
DHFWS Purulia Recruitment 2022


DHFWS Purulia Recruitment 2022 Vacancy Details

পদের নাম- রেকর্ড কিপার।


মোট শূন্যপদ- ১ টি।


শিক্ষাগত যোগ্যতা- যেকোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কোনো হেলথ সেক্টরে এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ১০০০০/- টাকা। 



পদের নাম- স্টাফ নার্স। 


মোট শূন্যপদ- ৩ টি।


শিক্ষাগত যোগ্যতা- জিএনএম নার্সিং (GNM Nursing) করে থাকতে হবে। এমনকি প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৬৪ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ২৫০০০/- টাকা।



পদের নাম- ল্যাব টেকনিশিয়ান।


মোট শূন্যপদ- ৯ টি‌।


শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীদের মেডিকেল ল্যাবরটরি বিষয়ে স্নাতক পাস। সাথে এই ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৬০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ১৩০০০/- টাকা। 



পদের নাম- কাউন্সিলর অন্বেষা ক্লিনিক (আর.কে.এস.কে)


মোট শূন্যপদ- ১ টি (Male)


শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই সাইকোলজি বিষয়ে অথবা সোসিয়োলজি বিষয়ে স্নাতক পাস করলেই আবেদন করতে পারবে। ছাড়াও প্রার্থীদের ছয় মাসের কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ২০০০০/- টাকা।

পদের নাম- কাউন্সিলর অন্বেষা ক্লিনিক (আর.কে.এস.কে)


মোট শূন্যপদ- ১ টি (Female)


শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই সাইকোলজি বিষয়ে অথবা সোসিয়োলজি বিষয়ে স্নাতক পাস করলেই আবেদন করতে পারবে। ছাড়াও প্রার্থীদের ছয় মাসের কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ২০০০০/- টাকা।



পদের নাম- ল্যাব টেকনিশিয়ান।


মোট শূন্যপদ- ২ টি।


শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তাছাড়াও ‌যেকোনো সহকারী শিক্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে ডি.এল.টি বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে। প্রার্থীদের যে যেকোন ল্যাবে ৬ মাস রক্ত পরীক্ষার কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তবেই পদের জন্য আবেদন যোগ্য।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ২৫০০০/- টাকা।



পদের নাম- কাউন্সিলর।



মোট শূন্যপদ- ৩ টি।


শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি অথবা সোশিয়লজি বিষয়ে স্নিতকোত্তর পাস করলেই আবেদন করতে পারবে। তাছাড়াও প্রার্থীদের এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২০-৬০ বছরের মধ্যে হতে হবে।


বেতন- প্রতি মাসে ১৩০০০/- টাকা। 


How to Apply for DHFWS Purulia Recruitment 2022 ? 

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পুরুলিয়া জেলার স্বাস্থ্য দপ্তর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট হলো www.swasthyapurulia.org। অনলাইনে আবেদন করতে পারবেন ২৪ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত। 



Application Fees for DHFWS Purulia Recruitment 2022


আবেদন ফী- আবেদন করতে গেলে আনরিজার্ভড (UR) ক্যানডিডেড জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা লাগবে।


DHFWS Purulia Recruitment 2022-Application Form Download

Official Notice: Download Now


Apply Now: Click Here  










DHFWS recruitment 2022,Job in West Bengal 2022,West Bengal Job,Job in Purulia District,Recent job in Purulia District,West Bengal Health Department Recruitment,10th pass job,12th pass job,Graduate pass job in West Bengal,


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ