Ads

Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in Cooch Behar

Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in  Cooch Behar 




পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের ডেভেলপমেন্ট অথরিটিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন। 
Group D job in Coochbehar






 




Name of the Examination Authority

Changrabandha Development Authority
Official Websitehttp://coochbehar.nic.in
Post NameGroup D 
Total Posts1
Job LocationCoochbehar
Selection processWritten Exam , Interview
Get Free Job updateWhatsApp Group 




পদের নাম- গ্রুপ- ডি।






Age limit for Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in  Cooch Behar 



বয়স সীমা- গ্রুপ- ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। SC/ ST/ OBC/ Ex- Serviceman/ PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

Group D Salary in Changrabandha Development Authority Coochbehar 


বেতনক্রম- মূল বেতন ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/- টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।


Educational Qualification for Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in  Cooch Behar 


শিক্ষাগত যোগ্যতা- যেকোন প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ 


Selection Process for Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in  Cooch Behar 


নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। 

Changrabandha Development Authority Recruitment 2022 Group D Exam Pattern 



লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের। প্রশ্ন হবে MCQ টাইপের। প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি ভাষায়। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কেটে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-
১) জেনারেল স্টাডিজ (ইতিহাস, ভূগোল ও ভৌত বিজ্ঞান, বায়ো সাইন্স, এনভায়রনমেন্টাল সাইন্স)- ৪০ নম্বর।
২) বাংলা- ১০ নম্বর।
৩) গণিত (পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি)- ৩৫ নম্বর। 


ইন্টারভিউ- যেসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবেন, কেবল তারাই ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। 



How to Apply for Changrabandha Development Authority Recruitment 2022 Group D Job in coochbehar 


আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। www.coochbehar.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।


Changrabandha Development Authority Recruitment 2022 Group D Application Fees : 


আবেদন ফি- SC/ ST/ PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD বাদে বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। 



নিয়োগের স্থান- নিয়োগ করা হবে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ডেভলপমেন্ট অথরিটিতে 



 

Apply Online  >>>>>>
Official Notice Download
Official Website

 


 


West Bengal Job Whatsapp Group





West Bengal Job Facebook Group





West Bengal Job YouTube channel 




West Bengal Job Telegram Group








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ