Ads

Asha Worker Recruitment in Darjeeling district , Darjeeling Asha kormi vacancy 2021


Asha Worker Recruitment in  Darjeeling district , Darjeeling Asha kormi vacancy 2021




ASHA Workers Recruitment: WB asha kormi Application Last Date 

রাজ্যের এই জেলায় আশা কর্মী (ASHA Workers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।



ASHA Workers jobs 2021: রাজ্যে আশাকর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দার্জিলিং।মিরিক, কার্শিয়াংয়ের সাব ডিভিশন ও দার্জিলিংয়ের সদর সাব ডিভিশনে হবে এই নিয়োগ।


ASHA Workers Recruitment: শিক্ষাগত যোগ্যতা 

Educational qualification for WB Asha kormi vacancy 


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কেবল বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই মহিলাদের অবশ্যই কর্মস্থলের বাসিন্দা হতে হবে। যে জায়গার জন্য তাঁরা আবেদন করছেন সেখানকার বাসিন্দা না হলে আবেদন করতে পারবেন না মহিলারা। যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের দার্জিংয়ের সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কেবল বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই মহিলাদের অবশ্যই কর্মস্থলের বাসিন্দা হতে হবে। যে জায়গার জন্য তাঁরা আবেদন করছেন সেখানকার বাসিন্দা না হলে আবেদন করতে পারবেন না মহিলারা। যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের দার্জিংয়ের সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 

ASHA Workers jobs 2021: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরিপ্রার্থীদের জন্য এই বয়সসীমা ২২-৪০ বছর। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের 




https://darjeeling.gov.in-এ অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সরকারি নিয়ম মেনে দেওয়া হতে পারে বয়সের ক্ষেত্রে ছাড়।

ASHA Workers Recruitment: কীভাবে করবেন আবেদন ? How to Apply for WB Asha kormi vacany 2022


দার্জিলিংয়ে আশাকর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহযোগে আবেদনটি নির্দিষ্ট বিডিও অফিসে পাঠাতে হবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র। সকাল ১১ থেকে বিকেল ৫টার মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।


Official website of District Darjeeling — https://darjeeling.gov.in  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ