Ads

West Bengal Staff Nurse Recruitment 2021 , Apply online through WBHRB , WB GNM Nurse Recruitment 2021


West Bengal Staff Nurse Recruitment 2021 , Apply online through WBHRB  , WB GNM Nurse Recruitment 2021


Hello, Friends!! The application process for WB Staff nurse Recruitment 2021 to the posts of Staff Nurse Grade-2 has started to fill up for 6114 vacancies. This time, WBHRB Board t has come up with a huge direct Staff Nurse Recruitment 2021 recruitment drive. Hence, WBHRB invites online applications from eligible candidates to apply for  Staff Nurse,  Aspirants must note down that these WB Staff nurse posts are temporary but likely to be permanent in future. Contenders who prepared for these Staff nurse job in west bengal  must have completed their B.Sc Nursing course or relevant course. Candidate age between 20 years and 39 years can submit application for WB Staff Nurse  Jobs 2021 from here by clicking on a direct link given at the bottom.




 দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে, স্টাফ নার্স, গ্রেড-টু পদে ৬১১৪ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সিলেকশনের মাধ্যমে, নিয়োগ হবে অস্থায়ী পদে। তবে পরে স্থায়ী হতে পারে। নিচের মত যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন। 


WB Staff Nurse Recruitment 2021 Notification

Name of the Examination Board 

WBHRB

Official Websitewww.wbhrb.in
Post NameStaff Nurse 
Total Post 6114 Posts
QualificationGNM
Exam DateNot Available 
Job LocationWest Bengal
Selection processMerit 
Article CategoryWest Bengal Job,WB GNM Nurse Recruitment,
Start Date02.11.2021
Last Date 18.11.2021
Get Free Job updateWhatsApp Group  




West Bengal Staff Nurse Vacancy 2021 

বিজ্ঞপ্তি নং ০৮/ ২০২১:- স্টাফ নার্স, গ্রেড-টু: মোট শূন্যপদ ২১৪০টি। এরমধ্যে- বেসিক বি.এসসি (মহিলা): ২০৩২টি। পোস্ট-বেসিক বি.এসসি (মহিলা): ১০৮টি। বিজ্ঞপ্তি নং ১২/ ২০২১:- স্টাফ নার্স, গ্রেড-টু: মোট শূন্যপদ ৩৯৭৪টি। এরমধ্যে- জিএনএম (মহিলা): ৩৫৭৭টি। জিএনএম (পুরুষ): ৩৯৭টি।


Eligible Criteria for West Bengal Staff Nurse Recruitment 2021 

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল/ কলেজ অফ নার্সিং থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ/ বেসিক বি এসসি (নার্সিং)/ পোস্ট বেসিক বি এসসি (নার্সিং) কোর্স পাশ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড হতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা/ নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।


West Bengal Staff Nurse Salary 2021 

১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১-১৯৮২ এবং ১-১-২০০১ তারিখের মধ্যে। সময়ে সময়ে পরিবর্তিত সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি এবং প্রতিবন্ধীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন। মাইনে ২৯,৮০০ টাকা। সঙ্গে নিয়ম অনুযায়ী ইউনিফর্ম, পোষাক কাচা ইত্যাদি ভাতা। 


WB Staff Nurse Application Fees 2021

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম (জি আর পি এস) -এর মাধ্যমে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।


How to Apply for WB Staff Nurse Recruitment 2021 

দরখাস্ত করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ নভেম্বরের দুপুর ১টার মধ্যে। ২টি বিজ্ঞপ্তি নং হল যথাক্রমে: R/Staff Nurse,Gr-II/08/2021 এবং R/Staff Nurse,Gr-II/12/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।




Important Links for WBHRB Staff Nurse Gr-II 2021 Recruitment

Wb GNM   Nurse Recruitment 2021 Notification :DOWNLOAD PDF
Wb Staff Nurse (Basic B.Sc & Post Basic B.Sc) Grade-II Notification 2021:DOWNLOAD PDF
WB Staff Nurse Online Application Form 2021:APPLY ONLINE (Link is Live Now)
WBHRB Website:VISIT HERE – www.wbhrb.in





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ