Ads

Indian Oil Recruitment 2021 West Bengal , Apprentice job in West Bengal

 

Indian Oil Recruitment 2021 West Bengal , Apprentice job in West Bengal 




Dear Aspirations Welcome to our Blog West Bengal Job . Today we are going to share about Indian Oil Recruitment 2021 West Bengal , Apprentice job in West Bengal . Indian Oil Corporation Limited (IOCL), Marketing Division, Eastern Region (MD) invites online application for 527 posts of Technical and Non-Technical Trade Apprentice (Fitter/ Electrician/ Mechanic/ Civil/ Electronics/ Data Entry Operator/ Sales Associate/ Accountant/ etc)




Indian Oil Recruitment 2021 West Bengal , Apprentice job in West Bengal


বর্তমানে দেশের অর্থনীতি ফের একবার গতি পেয়েছে। বিগত দু বছরে কোভিড পরিস্থিতি থাবা বসিয়েছিল দেশের অর্থনীতিতে। যার সরাসরি প্রভাব পড়েছিল কর্ম সংস্থানের উপর। প্রায় দু বছর ধরে সরকারি, বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ বন্ধ থাকার পর এখন ফের ধীরে ধীরে চালু হয়েছে। এই অবস্থায় রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সম্প্রতি তাদের তরফে প্রকাশিত হয়েছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি। আইওসিএলের তরফে এ রাজ্য সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মী নিয়োগ করতে চলেছে। জানা গিয়েছে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। এ রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।


      Indian Oil  Recruitment 2021 In West Bengal

Name of the Examination Board 

Indian Oil Corporation Limited (IOCL)

Official Websitehttps://iocl.com
Post NameFitter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic, 
Total Post 527 Posts
QualificationMatric with ITI certificate in relevant trades/ Class 12 pass/ Engineering
Exam DateNot Available 
Job LocationAll India, Multiple Cities
Selection processWritten Exam
Article CategoryWest Bengal Job, ITI Job in Kolkata
Start Date05.11.2021
Last Date 04.12.2021
Get Free Job updateWhatsApp Group  



Indian Oil Recruitment 2021 West Bengal Vacancy : 


১. ট্রেড অ্যাপ্রেন্টিস – মোট শূন্য পদ ৯০টি। এর মধ্যে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্টাল মেকানিক, মেশিনিস্ট।


২. টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস – মোট শূন্য পদ ১৩৮টি। এর মধ্যে রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স।


৩. ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার)- মোট শূন্য পদ ২টি।


৪. রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার)- মোট শূন্য পদ ২টি।


৫. ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডাক)- মোট শূন্যপদ ২টি।


৬. রিটেল সেলস অ্যাসোসিয়েটস (স্কিল সার্টিফিকেট হোল্ডাক)- মোট শূন্যপদ ২টি।




Educational Qualification for Indian Oil Recruitment 2021 :


যারা ট্রেড অ্যাপ্রেন্টি পদে আবেদন করতে চান তাদের মাধ্যমিক পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ করতে হবে।অন্যদিকে যারা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চান তাদের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে মাধ্যমিক পাশ করার পাশাপাশি। এ ছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস অ্যাসোসিয়েটস পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

সমস্ত পদেই আবেদন করার জন্য প্রার্থীদের ৩১.১০.২০২১ তারিখের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।




আবেদন পদ্ধতি, প্রশিক্ষণের সময়সীমা, স্টাইপেন্ড এবং নির্বাচন পদ্ধতি


How to apply for Indian Oil Recruitment 2021 West Bengal 

প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।প্রার্থীদের www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদন করার সময় রঙিন ছবি, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ পত্র স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য।



ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রশিক্ষণের সময়কাল ১৫ মাস এবং
রিটেল সেলস অ্যাসোসিয়েটসের ক্ষেত্রে প্রশিক্ষণের সময় ১৪ মাস। বাকি পদের জন্য প্রশিক্ষণের সময়সীমা ১২ মাস।
নির্বাচিত প্রার্থীকা অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের নিয়মানুযায়ী নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে।


Selection Process for Indian Oil Recruitment 2021 West Bengal :

ইন্ডিয়ান অয়েল প্রার্থী নির্বাচন করবে লিখিত পরীক্ষার মাধ্যমে। মোট লিখিত পরীক্ষার নম্বর ১০০। MCQ ধরণের প্রশ্ন থাকবে।



Indian Oil Recruitment 2021 Application Date ;


এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ০৪.১২.২০২১। এবং এই পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯.১২.২০২১ তারিখে।





Important Link for Indian Oil Recruitment 2021 West Bengal :


Indian Oil Recruitment 2021  >>>>>>
  APPLY
Official Notice   >>>
Official Website



If you want to ask anything OR have any question about Indian Oil Recruitment 2021 West Bengal , Apprentice job in West Bengal  , you can ask us by messaging in the comment section, or mail to -info.westbengaljob@gmail.com .we will definitely give your reply soon.










iocl recruitment 2021,job vacancy 2021,indian oil recruitment 2021,iocl recruitment 2021 apply online,recruitment 2021,iocl apprentice online form 2021,government jobs 2021,oil india limited recruitment 2021,iocl apprentice vacancy 2021 form,oil india recruitment 2021,govt job vacancy 2021,iocl apprentice form 2021,indian oil corporation limited recruitment 2021,iocl apprentice recruitment 2021,iocl recruitment 2021 through gate,indian oil vacancy 2021





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ