Ads

Netaji Open University BDP Final Exam 2021 Process , Nsou Bdp Exam 2021 -Westbengaljob.in

Netaji Open University BDP Final Exam 2021 Process , Nsou Bdp Exam 2021  Westbengaljob.in




netaji open university bdp exam 2021
netaji open university bdp exam 2021


পরীক্ষার্থীদের নিম্নলিখিত বিষয়গুলি যথাযথভাবে অনুসরণ করতে অনুরােধ করে হচ্ছে 


১. যে পরীক্ষার্থীগণ সমস্ত প্রাক পরীক্ষার শর্ভাবলী (যেমন - Online Assignment জমা দেওয়া,
পূরণ করা পরীক্ষার ফর্ম জমা দেওয়া fees জমা দেওয়া ইত্যাদি) যথাযথ ভাবে সম্পন্ন করেছেন,
শুধুমাত্র সেই শিক্ষার্থীগণ Online BDP Term End {Theory and Practical)
Examinations December 2020 & June 2021 পরীক্ষায় অংশ নিতে পারবেন।



2 .পরীক্ষার "Admit Card' পরীক্ষার্থীরা 
(www.nsoucebdp.com/www.wbnsou.ac.in) থেকে পাবেন।




৩. গ্রীক্ষার্থীর সক্রিয় ডেটা সংযোগ যুক্ত স্মার্টফোন, ট্যাব (ট্যাবলেট পি সি), ল্যাপটপ অথবা
ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে উল্লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন৷
কিন্তু কোনাে পরীক্ষার্থী কখনােই একইসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থেকে
পরীক্ষা দিতে পারবেন না।



৪. উল্লিখিত পরীক্ষার জন্য আরও একটি সুনির্দিষ্ট Portal ব্যবহার করতে হবে।
(https://bdpjun 21.nsou.smartestexam.com/) -  enrolment
নম্বর ও জন্মতারিখ এবং, রােল নম্বর (Admit Card এবং Enrolment Certificate cum
Identity card অনুযায়ী) লিখে এই Portal-এ login করতে পারবেন। Login করার সময়
পরীক্ষার্থীগণ যে Phone number বা Email address দেবেন, সেই Phone number বা
Email address-4 OTP jabe seta submit korte hobe 

 Admit Card o  Enrolment Certificate cum
Identity card-এ লিখিত তথ্য গােপন রাখা আবশ্যিক।



৫. এই Portal-টি 03.10.2021 রাত 11:55 মিনিট থেকে খােলা হবে এবং 10.10.2021
রাত 11:55 মিনিটে বন্ধ করা হবে ( দিন 24 ঘন্টার জন্য)।



৬ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন (3.10.2021 রাত 11:55 মিনিট) থেকে নির্দিষ্ট সময়ের (7
দিন 24 ঘটার জন্য) মধ্যে Admit Card-এ je subject gulo deua ache এগুলির পরীক্ষা দিতে হবে।


4.  Practical Paper er Question Bank/Instruction Sheet 27.09.2021
তারিখে NSOU-এর নিজস্ব website-এ Paben ।




৮. পরীক্ষার্থীগণ যে কোনাে সময়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে) পছন্দ মতো যেকোনাে বিষয়ের পরীক্ষা
দিতে পারবেন। তবে একটি পত্র সম্পূর্ণ করে submit করার পরই পরীক্ষার্থী অন্য পত্র উত্তর
করার সুযোগ পাবেন।





৯. এই পরীক্ষার জন্য MCQ পদ্ধতি অনুসরণ করা হবে।


১০. পরীক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক () দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।


১১, 
পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা (যদি পূর্ণ নম্বর 100 হয়) এবং 2 ঘন্টা (যদি পূর্ণ
নম্বর 50 হয়) সময় পাবেন। তারপর সংশ্লিষ্ট পত্নে সময়সীমা শেষ হয়ে যাবে।


১২. একটি নির্দিষ্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে, পরীক্ষার্থীদের 20 টি 1 নম্বরের প্রশ্নের উত্তর
দিতে হবে এবং ঐ 20 নম্বরের মান 100 নম্বরের মানের মান বলে ধরে নেওয়া হবে। যেখানে


১৩, একটি পত্রের সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার্থীগণ কোন একট পত্রের সমস্ত
প্রশ্ন একসঙ্গে dekhte  পাবেন না। একটি প্রশ্ন উত্তর দেওয়ার পরই পরের প্রশ্নের সম্মুখীন হওয়া
যাবে।

 পরের প্রশ্নে যাওয়ার জন্য আগের উত্তর 'submit করতে হবে। পরবর্তী প্রশ্নগুলির
জন্যও একই পদ্ধতি অনুসরণ করতে হবে৷



১৪. এই পরীক্ষায় যদি কোনাে পরীক্ষার্থী কোনও প্রশ্নের উত্তর দিতে না পারেন এবং প্রশ্নটি এড়িয়ে
যেতে চান, তিনি প্রশ্নের উত্তর না দিয়েই "submit" করে পরের প্রশ্নের মুখােমুখি হতে পারেন।
| কিন্তু সেক্ষেত্রে তিনি ঐ প্রশ্নের পরিবর্তে কোনও বিকল্প প্রশ্ন paben না।



১৫. এই পরীক্ষায় একবার উত্তর 'submit' করার পর, এটি পরিবর্তন সংশোধন করা যাবে না
এবং কোনােভাবেই আগের অবস্থানে ফিরে আসা যাবে না।



১৬, এই পরীক্ষায় negative marking থাকবে না।



১৭, পরীক্ষার্থীগণ 100 নম্বরের একটি নির্দিষ্ট পত্রের জন্য ৪ (নয়) বার 'বিকৃতি' (pause) এবং
50 নম্বরের একট নির্দিষ্ট পত্রের জন্য 4 (চার) বার '
বিরতি (pause) পাবেন। এই বিরতির
(pause) সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। এবং ক্রিতির আগে।
পরীক্ষার্থীর 'submit করা উত্তর যথারীতি সংরক্ষিত (sayed) থাকবে। যে কোনও বিরতির
পর কোনাে পরীক্ষার্থী পুনরায় login করে পরীক্ষায় যােগ দিতে পারবেন, তবে আগের প্রশ্নের
পরিবর্তে তিনি একই পত্রের একটি নতুন প্রশ্ন পাবেন। 


সমস্ত বিরতির (pause) সুযোগ নেওয়ার
পর 'সময় শেষ' বলে ধরে নেওয়া হবে।

 সেক্ষেত্রে পরীক্ষার্থীগণী আর সংশ্লিষ্ট পত্রের উত্তর দেবর
সুযােগ পাবেন না। পরীক্ষার্থী pause নেওয়ার সময় যে ডিভাইসে পরীক্ষা দিচ্ছেন তা
কোনােভাবেই Refresh করা যাবেনা।



১৮. পরীক্ষা শেষ হওয়ার সাত দিন পর কোনাে পরীক্ষার্থী পরীক্ষার চালান হিসাবে পরীক্ষার
উত্তরপত্র save এবং download করে print copy হাতে পাবেন। তবে মনে রাখতে হবে
ঐ "print copy" শুধুমাত্র পরীক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য এগুলো কোথাও জমা
দেওয়ার কোনো প্রয়ােজন নেই।



১৯. EMT16 এর দুটি অংশ - একটি তাত্ত্বিক [Theoreticaly(30 marks)] এবং অন্যটি
ব্যবহারিক [{Practical)/ {20 marks)]। তাত্ত্বিক অংশের জন্য 1 নম্বরের 10 টি প্রশ্নের

উত্তর দিতে হবে। এবং ঐ 10 নম্বরের মান 30 (full marks) নম্বরের মানের সমান বলে ধরে
নেওয়া হবে। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীগণ 1 ঘন্টা সময় পাবেন। 20 নম্বরের ব্যবহারিক
পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের 2 নম্বরের 10 টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পরীক্ষার সময়সীমাও 1 ঘন্টা। পরীক্ষার্থীরা 30 নম্বরের পরীক্ষার জন্য 4 (চার) বার বিরতি (pause) এবং আরাে



20 নম্বরের পরীক্ষার জন্য 4 (চার) বার বিরতি (pause) গ্রহন করতে পারেন।
10. English old syllabus paper seven (EEG-7) 4R paper eight (EEG-8)
এর পরীক্ষায় কাগজ-কলমের ব্যবহার (pen - paper mode) থাকবে। সেক্ষেত্রে
পরীক্ষার্থীদের প্রশ্ন সম্বলিত উত্তরপত্র (Question paper cum Answer Booklet)
ওপরে উল্লিখিত পাের্টাল থেকে download করে তার ওপরে সুনির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে
হবে। তারপর ঐ লিখিত উত্তরপত্র scan করে একটি নির্দিষ্ট email address (যা ঐ
Question paper cum Answer Booklet এ লেখা থাকবে) -এ ওপরে উল্লিখিত
সময়সীমার মধ্যে পাঠাতে হবে। এই পরীক্ষার্থীদের মােট 20 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে
এবং ঐ 20 নম্বরের মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। এই পরীক্ষার প্রতিটি পত্রের সময়সীমা 2 ঘন্টা।



২১. 
পরীক্ষা চলাকালীন কোন অসাধু উপায় অবলম্বন করলে তা বিশ্ববিদ্যালয়ের e-surveillance
ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত হতে পারে এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মান্য করতে হবে।
এ বিষয়ে পরবর্তী কোনাে তথ্যাদির জন্য সকল পরীক্ষার্থীদের নিয়মিত NSOU-এর website
দেখতে অনুরােধ করা হচ্ছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ