North Bengal Medical College & Hospital Recruitment 2021 | Staff Nurse job in Darjeeling 2021
রাজ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College & Hospital) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেডিক্যাল অফিসার (Medical Officer) ছাড়াও একাধিক পদে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ২২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে আবেদন।
North Bengal Medical College & Hospital Recruitment 2021
রাজ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দার্জিলিংয়ে ৬টি মেডিক্যাল পদে নিয়োগ করবে রাজ্য সরকার। মেডিক্যাল অফিসার(Medical Officer), মেডিক্যাল টেকনোলজিস্ট(ল্যাব)Medical Technologist(Lab), স্টাফ নার্স(Staff Nurse) পদে চাকরিপ্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
North Bengal Medical College and Hospital Recruitment |
North Bengal Medical College Recruitment 2021 for Medical Technologist Notification in Darjiling
North Bengal Medical College Recruitment 2021 | Details |
---|---|
Job Role | Nurse , Lab Technician, Medical Officer |
Education | B.Sc, MLT, MBBS |
Total Vacancy | 6 |
Job Locations | Darjiling |
Age Limit | Not less than 21 years and not more than 30 years on 01.01.2021 |
Experience | 1 - 3 years |
Salary | 18000(Per Month) |
Posted on | 08-09-2021 |
Last Date | 22-09-2021 |
Vacancy Details for North Bengal Medical College & Hospital Recruitment 2021 and Educational Qualification for the North Bengal Medical College & Hospital Recruitment 2021
কোন পদে কত নিয়োগ
মেডিক্যাল অফিসার- ৩টে পোস্ট
শিক্ষাগত যোগ্যতা-MBBS
মেডিক্যাল টেকনোলজিস্ট(ল্যাব)- ১টা পোস্ট
ট
শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা/ব্যাচেলর ডিগ্রি ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি।
স্টাফ নার্স - ২টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিএসসি (B.Sc) নার্সিং GNM অথবা ANM degree/Diploma। চাকরিপ্রার্থী যেন ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড হন। কমপক্ষে নার্সিংয়ে যেন তাঁর তিন বছরের অভিজ্ঞতা থাকে।
Age limit for North Bengal Medical College & Hospital 2021
বয়স সীমা-  ;এইসব পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স যেন ২১-৬০ বছরের মধ্যে হয়। চাকরির বিষয়ে বিশদে জানতে আবেদনকারীকে রাজ্যের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in-এ যোগাযোগ করতে হবে।
How to Apply for the North Bengal Medical College & Hospital Recruitment 2021
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স ছাড়াও কাস্ট সার্টিফিকেটের প্রামাণ্য নথি নিয়ে আবেদনপত্র Nodal Officer, ART Centre, Office of the Principal, North Bengal Medical College & Hospital, Sushrutanagar, Darjeeling, Pin-734012-তে পাঠাতে হবে। আগামী ২২ সেপ্টম্বরের
মধ্যে করতে হবে এই কাজ।
Last Date of Submission of Application: 22nd September 2021
Download Application form | |
Join Our WhatsApp Group | |
Official Website | https://www.wbhealth.gov.in |
0 মন্তব্যসমূহ