Ads

Netaji Open University Form Fillup 2021 , Netaji Open University BDP /PG Form Fillup 2021 ,


Netaji Open University Form Fillup 2021 , Netaji Open University BDP /PG  Form Fillup 2021 , 




Netaji Open University BDP form Fill up Step by Step 2021 


 যারা ফর্ম ফিলাপ করবেন তাদের সুবিধার্তে আমি একটু সাহায্য করছি বিষয়টা সহজ করে দেবার জন্য , নিচের পদ্ধতি অনুসরন করুন 🙏


১. প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন ।।


২. পেজটি খুললে মার্ক করা " Sign Up" অংশে ক্লিক করুন ।।


৩. Sign UP করার সময় নিজের এনরোলমেন্ট নম্বর , মোবাইল নম্বর , আধার কার্ড নম্বর , কলেজ এর নাম , নিজের বিষয় হাতের কাছে রাখুন , সবগুলি লাগবে ।।


৪. এবার এগুলো পূরণ করে সাবমিট করুন ।।


৫. এবার আপনার মোবাইলে এবং ইমেল এও একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আসবে , লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবার ওই প্রথমের লিংকে গিয়ে লগ ইন্ করুন ( ছবিতে যেমন দেওয়া আছে )


** লগ ইণ হয়ে যাবার পর দ্বিতীয় ছবিতে মার্ক করা অংশে ক্লিক করুন , Exam Form Fill Up ক্লিক করুন , এবার নিচের পদ্ধতি অনুসরণ করুন ।।






















৬. এবার আপনার সাবজেক্ট চয়েস করুন , সাবজেক্ট ধরুন আমার BDP , সেটা সিলেক্ট করা মাত্রই আপনার কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই লিস্ট চলে আসবে , আপনি যদি এই বছর সব পরীক্ষা দিতে চান তবে Select All করুন , আপনার টোটাল কতো টাকা দিতে হবে সেটা দেখিয়ে দেবে ।। ( তৃতীয় ছবিতে আছে দেখুন , আমার ছবিতে ডাউনলোড এর জায়গায় সাবমিট থাকবে , আমার যেহেতু পেমেন্ট হয়ে গেছে তাই ডাউনলোড আছে )


৭. এবার পেমেন্ট পেজে চলে যাবে , ডেবিট / ক্রেডিট / নেট ব্যাঙ্কিং দিয়ে পে করুন ।।


৮. পে করার পর যদি পেজটি ব্ল্যাঙ্ক দেখায় চিন্তার কিছু নেই , ক্লোজ করে আবার লগ ইন করুন এবং দ্বিতীয় ছবিতে যেমন আছে নিচের দিকে তিনটি অপশন থাকবে , ওখান থেকেই আপনি পেমেন্ট স্লিপ , ফিল আপ করা ফর্ম ডাউনলোড করতে পারবেন ।।

✓ Copy : Joy Hait ( Facebook)

*** এর পরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন , আমি করে দিতে পারি বা সাহায্য করতে পারি ।।



Netaji Open University Form Fillup Last Date 

:7/08/2021


📌 Netaji Open University BDP Form Fillup Link 



http://nsoucebdp.com/Login.aspx

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ