Ads

IBPS Recruitment 2021 5830 Clerks Vacancy , IBPS Recruitment Clerk 2021 , IBPS Syllabus 2021

 

IBPS Recruitment 2021 5830 Clerks Vacancy , IBPS Recruitment Clerk 2021 , IBPS Syllabus 2021








দেশের বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS)। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। IBPS Clerk Recruitment 2021.

কোন কোন ব্যাংকে প্রার্থী নিয়োগ করা হবে- ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ব্যাংক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক,ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


Today We are Discussed About this Topic


IBPS Recruitment Clerk 2021 Details

IBPS Recruitment Clerk 2021 Vacancy Details

IBPS Recruitment Clerk 2021 Age Limit

IBPS Recruitment Clerk 2021 Educational Qualification

IBPS Clerk Syllabus 

IBPS Recruitment Clerk  Exam Process

IBPS Clerk Recruitment Application Process

IBPS Clerk Recruitment Application Fees

IBPS Clerk Recruitment Exam Center

IBPS Clerk Recruitment  Applications last Date 








পদের নাম- ক্লার্ক।


IBPS Clerk recruitment 2021Apply Online Details

However here is the IBPS clerk notification 2021 PDF details with all important file links -


Free Subscribe Our YouTube Channel  


Origination NameIBPS
Name of PostCLERK
No. of Vacancy5830
Selection ProcessOnline written test
1-Prili
2-Main
Exam DateAugust, 2021
Application Submission DateStart -12/07/21 To  1/08/21
IBPS Official Websitewww.ibps.in


Age Limit for IBPS Clerk Recruitment 2021


বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০৭/১৯৯৩ থেকে ০১/০৭/২০০১ তারিখের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পাবেন।


 Recruitment Board
  IBPS
 Department
  Clerical
   Examination Mode
  Online Test
  Application Mode
  Online



Educational Qualification for  IBPS Clerk Recruitment  2021


 ভারত সরকার স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সহকারী ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। কম্পিউটারে কাজকর্ম,ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট বা ডিপ্লোমা/ডিগ্রি করে থাকতে হবে অথবা হাইস্কুল/ কলেজ/ প্রতিষ্ঠান এ তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে।

IBPS Clerk Recruitment Syllabus / IBPS Clerk Recruitment Exam Process


প্রিলিমিনারি পরীক্ষা- মোট নম্বর ১০০,ইংরেজি- ৩০, নিউমেরিক্যাল এবিলিটি- ৩৫,রিজনিং এবিলিটি- ৩৫

মেন পরীক্ষা- মোট ২০০ নম্বর, জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস- ৫০, জেনারেল ইংলিশ- ৪০, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার aptitude- ৬০, কোয়ান্টিটেটিভ aptitude- ৫০




How to Apply for IBPS Clerk Recruitment 2021



 আবেদন করার আগে প্রার্থীকে স্ক্যান করা ফটো,Signature  এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ সঙ্গে রাখতে হবে।

 IBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে www.ibps.in যেতে হবে। 

হোমপেজে লিখিত পরীক্ষার (CRP Clerks- XI) লিংকটিতে ক্লিক 

সেখানে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে

 এবং স্ক্যান করা ফটো, সই এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপলোড করতে হবে।



IBPS Clerk Recruitment Application Fees 



আবেদন ফি- ৮৫০ টাকা (For General category ) । তপশীল জাতি/ উপজাতি,শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনা কর্মীদের জন্য ১৭৫ টাকা। ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

IBPS Clerk Recruitment Exam Center In West Bengal 


- পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল, দুর্গাপুর,কলকাতা,হুগলি,কল্যাণী ও শিলিগুড়ি।

IBPS Clerk Recruitment  Applications last Date 


অনলাইনে রেজিস্ট্রেশন চলবে- ১২/০৭/২০২১ থেকে ০১/৮/২০২১ তারিখ পর্যন্ত।

 অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে- ২৮/০৮/২০২১,২৯/০৮/২০২১,০৪/০৯/২০২১, 

অনলাইন মেন পরীক্ষা হবে- ৩১/১০/২০২১



Official Notification
Online Apply
Official Website




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ