Ads

How to apply for WB Student Credit Card Online , WB Student Credit Card Criteria Apply Process

How to apply for WB Student Credit Card Online , WB Student Credit Card Criteria Apply Process




Welcome to our blog West Bengal Job অনেকই জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে West Bengal Student দের জন্য WB Student Credit Card এর ঘোষনা করেন , যার মাধ্যমে অনেক ছাত্র ছাত্রীর উচ্চ শিক্ষায় আর্থিক ভাবে সাহায্য হবে,উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের সামনে নয়া দিগন্তের উন্মোচন করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার সরকারিভাবে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ WB Student Credit Card প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WB Student Credit Card Prokolpo আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আজকের ব্লগের মধ্যে আপনি জানতে পারবেন ----

১)How to Apply for WB Student Credit Card online 

2) Important Document for WB Student Credit Card

3) Eligibility Criteria for WB Student Credit Card

4) Important Link for WB Student Credit Card 

5)WB Student Credit Card Interest Rate

6) WB Student Credit Card Benefit 

 


Free Subscribe Our YouTube Channel  


Scheme NameWest Bengal Student Credit Card
State Name West Bengal
Announced Date 30th May 2021
Official website https://wbscc.wb.gov.in
Start Application Date1st Jun 2021
Loan LimitUpto 10 Lakh
Intereste Rate 4%









How to Apply for WB Credit Card in bengali? 


WB Student Credit Card Apply করার স্টেপ বাই স্টেপ নিচে আলোচনা করা হলো কারো ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন 

১) রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.wb.gov.in) বা banglaruchchashiksha.wb.gov.in-তে যান। অথবা সরাসরি https://wbscc.wb.gov.in/-তে যান।

২) ‘Student Registration’-এ ক্লিক করুন।

৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে।

৪) সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি-সহ বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাসওয়ার্ডও দিতে হবে। তারপর ‘Register’-এ ক্লিক করতে হবে।

৫) যে ফোন নম্বর দেওয়া হয়েছে, তাতে ওটিপি যাবে। সেই ওটিপি লিখে 'Verify' করতে হবে।

৬) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি 'Registration ID' আসবে। ফোনেও লগইন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানো হবে।

৭) wbscc.wb.gov.in/ -তে গিয়ে Student Login-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।

৮) সেই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

৯) 'Dashboard' খুলে যাবে। সেখানে 'Apply Now'-তে ক্লিক করুন।

১০) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাশাপাশি ‘Download Undertaking Documents’ থাকবে। পড়ুয়াদের প্যান কার্ড না থাকলে ‘Download Undertaking Documents’ ডাউনলোড করতে হবে। ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দেওয়ার পর ‘Save & Continue’ করুন।

১১) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। 



১১) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। 


আধার কার্ড না থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, দশম শ্রেণির রেজিস্ট্রেশন, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।


১২) যাবতীয় নথি আপলোডের পর ‘Save & Continue’ করুন।


১৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় নথি এবং তথ্য মিলিয়ে দেখে নিন। তারপর 'Submit Application' ক্লিক করুন। কোনও তথ্য বা নথি পরিবর্তন করতে হলে 'Edit Loan application'-এ ক্লিক করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে তথ্য পালটানো যাবে না।


১৪) তারপর 'Dashboard'-এ দেখাবে 'Application Submitted to HOI'। তার অর্থ হল যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছেই আবেদনপত্র চলে গিয়েছে।


১৫) স্কুলের তরফে আবেদনপত্র পাঠানো হবে উচ্চ শিক্ষা দফতরকে। তখন 'Dashboard'-এ দেখাবে 'Application forwarded by to HOI to HED'।


Important Document  for Apply WB Student Credit Card  

প্রয়ােজনীয় নথি -



1) ঠিকানার প্রমাণ।

2) পরিবারের আয়ের সার্টিফিকেট।

3) দ্বাদশ শ্রেণীর মার্কশিট।

4) উচ্চশিক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রয়ােজনীয় নথি, অথবা

বিশেষ নির্বাচিত হওয়ার নথি।

5) ছাত্র-ছাত্রী ও তাদের মা ও বাবার পরিচয়পত্র (আধার কার্ড /

প্যান কার্ড | পাসপাের্টের কপি)।

6) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

7) ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (শেষ ছয় মাস)।


Eligibility Criteria for WB Student Credit Card 


1) যে বা যাঁরা পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাবেন, তাদের আন্ডার গ্র্যাজুয়েট, পােস্ট গ্র্যাজুয়েট,ডক্টোরাল বা পােস্ট ডক্টোরাল কোর্সের জন্য ভারত অথবা বিদেশে যাবেন বলে, মনােস্থির করেছেন।


 2) সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই Wb Student Credit Card paben , যাঁরা পশ্চিমবঙ্গে বিগত 10 বছর তার বেশি সময় ধরে বসবাস করছেন।



3) ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানাের সর্বাধিক বয়স সীমা 40 বছর।




4) WB Student Credit Card er  মধ্যে দিয়েই Student Loan er গ্যারান্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।


5) তবে, ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে WB Student Credit Card Loan পেতে পড়ুয়াদের CIBIL Score অত্যন্ত ভালাে হতে হবে।


Important Link for WB Student Credit Card 

Wb Student Credit Card Apply করার জন্য দুটো লিংক আছে 

✓ wbscc.wb.gov.in

✓https://banglaruchchashiksha.wb.gov.in 

📌WB TET EXAM 

📌 Kolkata Police Job 

📌WB Police Recruitment 


WB Student Credit Card Interest Rate 

অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে WB STUDENT CREDIT CARD LOAN পাবো তার Interest/সুদ কতো দিতে হবে 

যারা এই WB STUDENT CREDIT CARD এর Student Loan পাবেন তাদের সুদের হার মাত্র 4% 




WB Student Credit Card Benefit


যাঁরা টানা ১০ বছর এই রাজ্যে রয়েছেন তাঁরাই এই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছরে অত্যন্ত কম সুদে সেই টাকা পরিশোধ করার সুযোগ থাকবে। দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা মিলবে ।



Free Subscribe Our YouTube Channel  






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ