Ads

Gram Rojgar Sahayak Recruitment in West Bengal , Gram Rojgar Sahayak Job in Hoogly District 2021


Gram Rojgar Sahayak Recruitment in West Bengal , Gram Rojgar Sahayak Job in Hoogly District 2021



হুগলি জেলার হরিপাল ডেভলপমেন্ট ব্লক অফিসের অধীনস্থ অলিপুর কাশিপুর গ্রাম পঞ্চায়েতে Gram Rojgar Sahayak   পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অধিবাসী হতে হবে।


পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS) /Gram Rojgar Sahayak

শূন্যপদ- ১ টি।


Educatinal Qualification for Gram Rojgar Sahayak In West Bengal 

শিক্ষাগত যোগ্যতা-  Class 10+2 OPassed / 12 th Passed/ Higher Secondary Passed with Math And Physics অন্ততপক্ষে 55%  নম্বর সহ গণিত ও পদার্থবিদ্যা বিষয় নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ। 

 প্রার্থীকে অন্ততপক্ষে ছয় মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কোর্স করে থাকতে হবে।

Age Limit for West Bengal Gram Rojgar Sahayak Job


বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।


Gram Rojgar Sahayak Salary In West Bengal 

বেতন- প্রতিমাসে ১২০০০ টাকা।


How to Apply for GRAM ROJGAR SAHAYAK In Hoogly District

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 

আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ০৪/০৮/২০২১, বিকেল ৫ টা। 

আবেদনপত্রের সঙ্গে বর্তমান পাসপোর্ট কালার ফটো, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট, প্রার্থী যে ওই এলাকার অধিবাসী তার প্রমান পত্র, মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে। 


আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের ওপরে বড় হাতের অক্ষরে লিখতে হবে-

 “APPLICATION FOR THE POST OF GRAM ROJGAR SAHAYAK AT OLIPUR KASHIPUR GRAM PANCHAYAT”.


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-


 Programme Officer & Block Development Officer, Haripal Development Block, P.O.- Khamarchandi, P.S.- Haripal, Dist.- Hoogly, PIN- 712405


                                                          Download Application Form      : Click 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ