Ads

GENERAL KNOWLEDGE IN BENGALI -May 2021

GENERAL KNOWLEDGE IN BENGALI 






✬প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন।

✬প্রশ্ন: একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
উত্তর: শব্দের গতি।

✬প্রশ্ন: বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা

ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে?
উত্তর: রোধ বাড়বে।

✬প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো।

✬প্রশ্ন: মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
উত্তর: উত্তল। 


📌 Whatsapp Group : JOIN


✬প্রশ্ন: কোন ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?
উত্তর: তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।

✬প্রশ্ন: International System of Unite কে সংক্ষেপে কি বলে?
উত্তর: S.I পদ্ধতি।

✬প্রশ্ন: কেন রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয়?
উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

✬প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।

✬প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?
উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

✬প্রশ্ন: নিউটন কি?
উত্তর: বলের একক।

✬প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?
উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে।

✬প্রশ্ন: দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে?
উত্তর: প্রতিসরণ।

✬প্রশ্ন: চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি?
উত্তর: দুই মেরুতে।

✬প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি।

✬প্রশ্ন: 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট?
উত্তর: 68° F

📌Whatsapp Group : JOIN


✬প্রশ্ন: পানির তাপমাত্রা 0° থেকে 4° এ উন্নীত হলে পানির ঘনত্ব বাড়বে নাকি কমবে?
উত্তর: বাড়বে।
✬প্রশ্ন: কাজের একক কোনটি ?
উত্তর: জুল।

✬প্রশ্ন: লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায়?
উত্তর: হলুদ।

✬প্রশ্ন: ডায়নামো কি ?
উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

✬প্রশ্ন: কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?
উত্তর: পানি।

✬প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?
উত্তর: ওজন।

✬প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?
উত্তর: প্লবতা।

✬প্রশ্ন: 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর: 332 মিটার/সেকেন্ড।

✬প্রশ্ন: শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?
উত্তর: কম থাকে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে কি বলে ?
উত্তর: কেলভিন।

✬প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?
উত্তর: 8 মিনিট 32 সেকেন্ড পর।

✬প্রশ্ন: ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন?
উত্তর: কালো রং তাপ শোষন করে বলে।

✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?
উত্তর: টমাস আলভা এডিসন।

✬প্রশ্ন: কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?
উত্তর: কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।

✬প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর: তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

📌Whatsapp Group : JOIN


✬প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ?
উত্তর: লাল।

✬প্রশ্ন: একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
উত্তর: শোয়া অবস্থায়।

✬প্রশ্ন: সমুদ্র নীল দেখানোর কারন কি?
উত্তর: কারন হলো আপতিত সূর্য রশ্মির বিক্ষেপন।

✬প্রশ্ন: শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?
উত্তর: বায়বীয় মাধ্যমের।

✬প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে?
উত্তর: 8.32 মিনিট।

✬প্রশ্ন: সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে?
উত্তর: 105 ডেসিবেল।

✬প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কি রকম পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

✬প্রশ্ন: টেলিফোনের আবিস্কারক কে?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।

📌Whatsapp Group : JOIN


✬প্রশ্ন: সূর্য রশ্মি কি গতিতে গমন করে?
উত্তর: সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।

✬প্রশ্ন: কত সময়কে ন্যানো সেকেন্ড বলে?
উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।

✬প্রশ্ন: শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?
উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।

✬প্রশ্ন: “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে?
উত্তর: আলবার্ট আইনস্টাইন।

✬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?
উত্তর: টাংস্টেন।

✬প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল , নীল, সবুজ।

✬প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?
উত্তর: সাগরে।

✬প্রশ্ন: উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয়?
উত্তর: কেলভিন।

✬প্রশ্ন: হীঁরা আঁধারে চক চক করে কেন?
উত্তর: উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।

✬প্রশ্ন: আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায়?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

✬প্রশ্ন: ভূমিকম্প মাপার যন্ত্র কি?
উত্তর: সিসমোগ্রাফ বা সিসমোমিটার।



🎯 কারো PDF লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । 

📌Whatsapp Group : JOIN






bangla general knowledge,general knowledge,bengali gk,bengali general knowledge,general knowledge in bengali,general knowledge bangla,general knowledge questions,west bengal general knowledge in bengali mcq,west bengal general knowledge,extra knowledge,bengali general knowledge pdf download,general knowledge in bengali pdf download,general knowledge question bebgali,bengaly gk,bcs general knowledge,recent general knowledge,general knowledge 2018,general knowledge 2019,general knowledge quiz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ