Ads

WB Lockdown update ,check Lockdown news

WB Lockdown update  ,check Lockdown news 



ABP : আজ থেকে রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। করোনা মোকাবিলা করতে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, স্পা, জিম ও রেস্তোরাঁ। চালু থাকবে হোম ডেলিভারি। সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। শুধুমাত্র ওষুধের দোকান ও জরুরি পরিষেবার দোকানগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করার কথাও বলা হয়েছে।





করোনা পরিস্থিতির জেরে বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 


বিবৃতি জারি করে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে।




The state government has announced a partial lockdown across the state from today. Shopping malls, cinema halls, spas, gyms and restaurants will remain closed indefinitely in the state to deal with Corona. Home delivery will continue. The market will be open from 8 am to 10 am and from 3 pm to 5 pm. Only drug stores and emergency services stores will remain open. Besides, it has also been said that the victory procession will be held as per the instructions of the Election Commission after the results of the election are declared. In Corona's situation, this time the higher secondary examination will be in his own school. Instructions were issued to pass the 12th without examination. Once the class starts, the syllabus has to be completed within 3 months. The Higher Secondary Education Parliament informed with a notification.


 In a statement, the Higher Education Parliament said that the annual examination of class XI of 2021 has been canceled due to cowardly circumstances and other reasons. The headmaster of each school is being appealed to pass the Class XI examination to Class XII.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ