SBI Clerk Recruitment 2021: ৫,২৩৭টি শূন্যপদে নিয়োগ, শুরু আবেদন
SBI Clerk Recruitment 2021 State Bank Of India SBI SBI recruitment 2021 Bank Jobs
প্রকাশিত হল SBI Clerk Recruitment 2021-এর বিজ্ঞপ্তি। আজ (মঙ্গলবার, ২৭ এপ্রিল) আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করতে পারবেন চাকুরিপ্রার্থীরা। মোট শূন্যপদের সংখ্যা ৫,২৩৭টি। প্রতিটি রাজ্যের রয়েছে আলাদা আলাদা শূন্যপদ। সেই অনুযায়ীই পরীক্ষার পর নিয়োগ হবে।
গুরুত্বপূর্ণ দিনক্ষণ (SBI Clerk Recruitment 2021 Important Dates):
আবেদন শুরুর তারিখ ২৭ এপ্রিল ২০২১
আবেদন জমার শেষ দিন ১৭ মে ২০২১
প্রি-একজাম ট্রেনিংয়ের কল-লেটার ২৬ মে ২০২১
প্রিলিমিনারি জুন ২০২১
মেইন ৩১ জুলাই ২০২১
যোগ্যতা (Eligibility Criteria):
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমতুল্য হতে হবে।
বয়স : ১ এপ্রি,ল ২০২১ অনুযায়ী ২০ থেকে ২৮ বছর পর্যন্ত হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process):
অনলাইন পরীক্ষা হবে। দুটি স্তর- প্রিলিমিনারি ও মেইন। এর পাশাপাশি স্থানীয় ভাষার উপরেও দক্ষতার পরীক্ষা হবে।
প্রিলিমিনারিতে ১ ঘণ্টা সময়ে তিনটি ক্ষেত্র থেকে মূলত প্রশ্ন করা হয়। ইংরেজি, অঙ্ক ও রিজনিং। পরীক্ষার মান ক্রমেই কঠিনতর হচ্ছে বলে মত অনেক পরীক্ষার্থীদেরই। সেই সঙ্গে কম সময়ে বেছে বেছে বেশি উত্তর করার দক্ষতাও প্রয়োজন।
অ্যাপ্লিকেশন ফি (Application fees) :
জেনারেল/OBC এবং EWS-এর জন্য ৭৫০ টাকা ফি। SC/ ST/ PWD/ XS/DXS তালিকাভুক্তদের কোনও ফি লাগবে না।
আবেদন করতে হবে sbi.co.in-এ।
0 মন্তব্যসমূহ