Ads

WBPSC Recruitment 2021: ফিশারি এক্সটেনশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

WBPSC Recruitment 2021- Fishery Extension Apply ফিশারি এক্সটেনশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি




চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ফিশারি এক্সটেনশন অফিসার পদে আবেদনপত্র আহ্বান করেছে পাবলিক সার্ভিস কমিশন। মোট শূন্য আসন 100টি। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী 17 মার্চ 2021-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।


ফিশারি এক্সটেনশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সায়েন্সে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়া প্রার্থীদের পশ্চিমবঙ্গে ফিশারি, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্স এবং ফিশিং হার্বার সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত আবশ্যক। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তারিখ, প্রার্থীদের বয়সসীমা, আবেদনের পদ্ধতি সহ অন্যান্য তথ্য তুলে ধরা হল।




WBPSC Recruitment 2021: গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ



বিজ্ঞপ্তি নম্বর: 03 /2021
অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু: 24 ফেব্রুয়ারি, 2021
অনলাইনে আবেদনের শেষ দিন: 17 মার্চ, 2021
অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন: 17 মার্চ, 2021



UBI শাখার মাধ্যমে অফলাইনে ফি জমার শেষ তারিখ: 18 মার্চ, 2021
UBI শাখার মাধ্যমে পেমেন্ট চালান জেনারেটের শেষ তারিখ: 17 মার্চ, 2021

ফিশারি এক্সটেনশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

WBPSC Recruitment 2021: শূন্য পদের বিন্যাস
মোট শূন্য আসন 100টি।

WBPSC Recruitment 2021: বেতনক্রম
পে ম্যাটিক্স লেভেল 10 (₹32,100 – ₹82,900) সরকারি নিয়ম অনুসারে।


কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সায়েন্সে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন।
পশ্চিমবঙ্গে ফিশারি, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্স এবং ফিশিং হার্বার সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত আবশ্যক।
বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।



WBPSC Recruitment 2021: আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী 17 মার্চের মধ্যে আবেদন করতে হবে। বিশদ তথ্যের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।


          Click 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ