Ads

WB police recruitment 2021 : Apply for 1088 post of SI & Lady Constable I West Bengal Police Recruitment 2021

 WB police recruitment 2021 : Apply for 1088 post of SI & Lady Constable I West Bengal Police Recruitment 2021 

পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যে ১০৮৮ টি সাব-ইন্সপেক্টর ও লেডি ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যে সমস্ত প্রার্থীর আবেদনের আগ্রহী তারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন ।

 

মোট শূন্যপদ: ১০৮৮(৯০৩ টি সাব-ইন্সপেক্টর ও ১৮৫ টি লেডি সাব-ইন্সপেক্টর)

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস ।

বয়স:  প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।

 WB SI Selection Process 2021 

প্রার্থী বাছাই: প্রার্থীদের বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সহনশীলতা ও পরিমাপ পরীক্ষা (PE&MT) এর পরে মেডিকেল পরীক্ষা ও ১৫ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে ।লিখিত পরীক্ষা সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে।

 

 

পরীক্ষার প্যাটার্ন: West Bengal Constable Recruitment 2021 Exam pattern 

প্রাথমিক পরীক্ষা(অবজেক্টিভ টেস্ট )
বিষয় প্রশ্নের সংখ্যা সর্বাধিক নম্বর সময় 
রিসনিং এবিলিটি ২৫ ৫০ ৯০ মিনিট
——– —— ——
সাধারণ জ্ঞান ৫০ ১০০
ম্যাথ ২৫ ৫০
মোট ৮৫ ৮৫      

 West Bengal Constable Recruitment 2021

WB Police Physical Measurement Test 

 

দৈহিক মাফযোগ: পুরুষ প্রার্থীদের : উচ্চতা – ন্যূনতম ১৬৭ সেমি (এসটি প্রার্থীদের ১৬৫ সেমি); বুক  না ফুলিয়ে  -৮১ সেমি (এসটি জন্য ৭৬ সেমি); বুক ফুলিয়ে – ৮৫ সেমি (এসটি জন্য ৮১ সেমি) মহিলা প্রার্থীদের :উচ্চতা – ন্যূনতম ১৫৭ সেমি (এসটি পরীক্ষার্থীদের জন্য ১৫৫ সেমি )

 

শারীরিক সহনশীলতা পরীক্ষা :প্রাথমিক পরীক্ষায় পাস হওয়ার পর পুরুষ প্রার্থীদের ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে ও মহিলা প্রার্থীদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে।
ফাইনাল পরীক্ষা / WB SI Final Exam 2021
বিষয় সর্বাধিক নম্বর সময়   
পেপার ১(সাধারণ জ্ঞান-৫০,রিজনিং-২৫ ও ম্যাথ-২৫) ১০০ ২ ঘন্টা
পেপার ২(ইংলিশ) ৫০ ১ ঘন্টা
পেপার ৩(মাতৃ ভাষা ) ৫০ ১ ঘন্টা
——– —— ——
মোট ২০০ —-

How to Apply for West Bengal Constable Si police - আবেদন পদ্ধতি:আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন (লিঙ্কটি নীচে দেখুন)

 Application Fees for WB SI Recruitment 2021

আবেদন ফি:প্রার্থীদের ১৭০ / – টাকা (সংরক্ষিত বিভাগের জন্য ২০ টাকা ) আবেদন ফি দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিপ্ট পাওয়া যাবে, ই-রিসিপ্ট এর প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে৷

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ ২২ জানুয়ারী  ২০২১

অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১

গুরুত্বপূর্ণ লিংক:

অনলাইন আবেদন এর লিংক: এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি লিংক :এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ