Ads

SSC CHSL 2019 answer key download pdf ,SSC CHSL 2019: প্রকাশিত টিয়ার-১ পরীক্ষার ‘অ্যানসার কি’, ডিরেক্ট লিঙ্ক দেখুন

 

SC CHSL 2019: প্রকাশিত টিয়ার-১ পরীক্ষার ‘অ্যানসার কি’, ডিরেক্ট লিঙ্ক দেখুন

 

 

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ফলাফল। এবার ২০১৯ সালের এসএসসি কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) টিয়ার-১ পরীক্ষার চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশিত হল। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তা ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে বিজ্ঞপ্তি জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার জন্য এবং পরীক্ষার্থীদের স্বার্থে কমিশনের ওয়েবসাইটে প্রশ্নপত্রের সঙ্গে চূড়ান্ত ‘অ্যানসার কি’ আপলোড করা হয়েছে। নির্দিষ্ট লিঙ্ক থেকে সেই ‘অ্যানসার কি’ ডাউনলোড করা যাবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে।

এসএসসি কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) টিয়ার-১ পরীক্ষার ‘অ্যানসার কি’ ডাউনলোডের প্রক্রিয়া :

১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে যান।

২) ‘Combined Higher Secondary (10+2) Level Examination, 2019 (Tier-I): Uploading of Final Answer Keys’-তে ক্লিক করুন।

৩) একটি পিডিএফ আকারের নোটিস খুলে যাবে। সেখানে 'Click here for Final Answer keys alongwith Question Paper' লিঙ্কে ক্লিক করুন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ